আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামি আলোচক মুফতি ইসমাইল ইবনে মুসা মেনক এক বক্তব্যে আল্লাহর রহমতের ওপর বিশ্বাস রাখা ও নিয়মিত দোয়া করতে থাকার গুরুত্ব তুলে ধরেছেন। ২০ মার্চ ২০২১ নিজের ভেরিভায়েড ইউটিউব চ্যানেলে `Losing hope in the Mercy of Allah' শিরোনামে ওই বক্তব্যের ভিডিও পোস্ট করেছেন তিনি। জাগো নিউজের পাঠকদের জন্য তার বক্তব্যের সারাংশ তুলে ধরছি।
মুফতি মেনক বলেন,
ভাই ও বোনেরা, জীবনে যখনই কোনো কঠিন মুহূর্ত আসে, যখন মনে হয় সব দরজা বুঝি বন্ধ হয়ে গেছে, তখন শয়তান আমাদের কানে কানে বলে, ‘এবার শেষ। তোমার দোয়া কবুল হয় না। আল্লাহ তোমাকে ভুলে গেছেন।’
শয়তানের এসব মন্ত্রণায় হতাশ হয়ে পড়বেন না, আল্লাহর রহমতের আশা হারাবেন না। মনে রাখবেন, আল্লাহ কখনোই তাঁর বান্দাকে ভুলে যান না। তিনি আমাদের গলার শিরার চেয়েও কাছে রয়েছেন। আমাদের নীরব কান্না, হৃদয়ের জ্বলন—সবই তিনি দেখেন ও শোনেন। মুমিন আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না।
আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, তোমরা আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সকল গুনাহ মাফ করে দেবেন। (সুরা জু মার: ৫৩)
এ আয়াতটি আমাদের বলে, আপনার রাত যতই অন্ধকার হোক না কেন, আল্লাহই ভোর এনে দেবেন। আপনার জীবনের ঝড় যতই ভয়ঙ্কর হোক, আল্লাহই ঝড় থামিয়ে চারদিকে শান্তি এনে দেবেন।
নবীদের ঘটনা আমাদের জন্য শিক্ষণীয়
নবী ইবরাহিমকে (আ.) আগুনে নিক্ষেপ করা হয়েছিল, কিন্তু আল্লাহর হুকুমে সেই আগুন হয়ে গিয়েছিল শীতল ও নিরাপদ। ইউনুস (আ.) সমুদ্রের গভীরে মাছের পেটে আটকা পড়েও ডেকেছিলেন, ‘লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা!’ আপনি ছাড়া কোনো ইলাহ নেই, আপনি মহান!—আল্লাহ তাকে মুক্তি দিলেন।
এসব ঘটনা শুধু অতীতের গল্প নয়, এগুলো আমাদের জন্য শিক্ষণীয় হিসেবেই কোরআনে বর্ণিত হয়েছে। যখনই আপনি আটকে পড়েছেন, ভেঙে পড়েছেন, মনে করছেন সব শেষ, তখন আল্লাহ তাআলা আপনার সমস্যার কোনো অলৌকিক সমাধান প্রস্তুত করছেন।
দোয়া কখনো বৃথা যায় না
আমরা অনেক সময় ভাবি কত মাস, কত বছর ধরে দোয়া করছি, কিন্তু কোনো ফল পাইনি। কিন্তু রাসুল (সা.) আমাদের শিখিয়েছেন, দোয়া তিনভাবে কবুল হয়:
১. আপনার চাওয়া যা ঠিক তাই দিয়ে দেওয়া হয়।
২. আপনার অজান্তেই আপনার কোনো বিপদ ঠেকিয়ে দেওয়া হয়।
৩. আখেরাতে আপনার জন্য দোয়ার বদলায় এত বেশি সওয়াব জমা করা হয় যে, সেদিন আপনি আকাঙ্ক্ষা করবেন, দুনিয়াতে আপনার কোনো দোয়াই যদি কবুল না হতো!
তাই দোয়া করতে কখনো থামবেন না। আল্লাহ হয়ত দেরি করছেন শুধু এজন্য যে, তিনি আপনার দোয়া শুনতে পছন্দ করেন। অথবা তিনি সেই নিখুঁত সময়ের অপেক্ষায় আছেন, যখন এই সাহায্য আপনার জন্য সবচেয়ে বেশি কল্যাণকর হবে।
বিপদের সময় যা করবেন
- শেষ রাতে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আল্লাহ তাআলার কাছে মন খুলে কাঁদুন। সিজদায় গিয়ে বলুন, হে আল্লাহ! আমার তো আপনি ছাড়া কেউ নেই।
- নিয়মিত মন লাগিয়ে নামাজ আদায় করুন।
- নিয়মিত কোরআন তিলাওয়াত করুন।
- সামর্থ্য অনুযায়ী সদকা দিন। রাসুল (সা.) বলেছেন, সদকা বিপদ-আপদ দূর করে।
- ভালো মানুষের সঙ্গে থাকুন, যারা আপনাকে আল্লাহর কথা মনে করিয়ে দেবে।
সবশেষে মনে রাখবেন
আপনার গল্প এখনো শেষ হয়নি। আপনি হয়ত এখন জীবনের অন্ধকার অধ্যায়ে আছেন, কিন্তু আল্লাহ হচ্ছেন সর্বোত্তম পরিকল্পনাকারী। তিনি যেমন তাঁর নবীদের জীবনে অলৌকিক ঘটনা ঘটিয়েছেন, ঠিক তেমনই তিনি আপনার জীবনেও একটি অলৌকিক পরিবর্তন নিয়ে আসতে পারেন।
আপনার মুক্তি হয়ত খুব কাছেই । তাই আল্লাহর উপর ভরসা রাখুন, ধৈর্য ধরুন এবং ইমানের পথে অবিচল থাকুন। আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হবেন না।
ওএফএফ

2 hours ago
3









English (US) ·