আল্লু অর্জুনের বাড়িতে ভাঙচুর

4 hours ago 5

বছর শেষে ‘পুষ্পা ২: দ্য রুল’ সিনেমা দিয়ে আলো নিজের দিকে কেড়ে নিয়েছেন ভারতীয় সিনে তারকা আল্লু অর্জুন। বক্স অফিসে একের পর এক ইতিহাস গড়ে সিনেমাটি দুই হাজার কোটি রুপি আয়ের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছেন। তবে এই নায়ককে ঘিরে বিতর্ক ও বিক্ষোভ যেন থামছেই না। এবার তার হায়দরাবাদের বাড়িতে ভাঙচুর হয়েছে। খবর: এমনাইন. নিউজ

গণমাধ্যমটির তথ্যমতে, রবিবার (২২ ডিসেম্বর) আল্লু অর্জুনের হায়দরাবাদের জুবিলি হাউসের বাড়িতে বিক্ষোভ দেখানোর সময় একদল মানুষ পাথর ছুড়ে। ‘পুষ্পা ২’-র প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে নিহতের জন্য টাকা চাওয়া নিয়ে এই ঘটনার সূত্রপাত বলে নিশ্চিত করেছে ভারতীয় গণমাধ্যমটি।

এই ঘটনা নিয়ে উপস্থিত সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন নায়কের বাবা আল্লু অরবিন্দ। তিনি বলেন, ‘আজ আমাদের বাড়িতে কী ঘটেছে তা সবাই দেখেছে। তবে এখন আমাদের সময় অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নিতে হবে। এখন আমাদের কোনো বিষয়ে প্রতিক্রিয়া জানানোর সঠিক সময় নয়।’

পুলিশ ভাঙচুরকারীদের গ্রেপ্তার করেছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘পুলিশ অপরাধীদের ধরে নিয়ে গেছে এবং তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। এখানে কেউ গোলমাল করতে এলে পুলিশ তাদের ধরে নিয়ে যেতে প্রস্তুত। এ ধরনের ঘটনাকে কারও প্রশ্রয় দেওয়া উচিত নয়।’

এরপর আল্লু অর্জুন সামাজিকমাধ্যমে নিজের ভক্তদের উদ্দেশে বার্তা দিয়ে সবাইকে শান্ত থাকার অনুরোধ জানিয়েছিলেন।

এর আগে ৪ ডিসেম্বর অর্জুন তার পুষ্পা টিম এবং সহ-অভিনেত্রী রাশমিকা মান্দানা সঙ্গে হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে গিয়েছিলেন। সে সময় তাদের দেখতে এসে প্রাণ যায় এক নারীর এবং আহত হয় তার সন্তান। যার  চিকিৎসা এখনো চলছে। এই মামলায় অভিনেতাকে ১৩ ডিসেম্বর রাতে গ্রেপ্তারও করা হয়েছিল। এবার অভিনতোর বাড়িতে হামলার ঘটানায় বাড়ানো হয়েছে নিরাপত্তা।
 

Read Entire Article