আশাশুনি প্রেস ক্লাবের সভাপতি হাসান, সম্পাদক আকাশ

10 hours ago 6
সাতক্ষীরার আশাশুনি প্রেস ক্লাবের কার্য নির্বাহী কমিটির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে এস কে হাসান ও সাধারণ সম্পাদক পদে আকাশ হোসেন নির্বাচিত হয়েছেন। বুধবার (৫ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রেস ক্লাব কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৬টি পদে ১৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ৪৯ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনে সভাপতি পদে এস কে হাসান ২৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বি প্রার্থী এস এম আহসান হাবিব পেয়েছেন ১৫ ভোট ও জি এম আল ফারুক পেয়েছেন ৯ ভোট।  সিনিয়র সহসভাপতি পদে মো. আব্দুল আলিম ৩০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী শেখ আশিকুর রহমান পেয়েছেন ১৯ ভোট।  সাধারণ সম্পাদক পদে মো. আকাশ হোসেন ২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী সমীর রায় পেয়েছেন ২১ ভোট। যুগ্ম সম্পাদক পদে ইসমাইল হোসেন লিংকন ২০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী সুব্রত কুমার দাশ ১৫ ও শেখ ইয়াছির আরাফাত পেয়েছেন ১৪ ভোট।  সাংগঠনিক সম্পাদক পদে জাকির হোসেন ২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী সোহরাব হোসেন পেয়েছেন ২২ ভোট। কোষাধ্যক্ষ পদে মোস্তাফিজুর রহমান ২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইয়াছিন আরাফাত পিন্টু পেয়েছেন ২২ ভোট।  রিটার্নিং অফিসার নির্বাচন পরিচালনা করেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার মো. হাসানুজ্জামান, প্রিসাইডিং অফিসার হিসেব সহকারী প্রোগ্রামার মো. আক্তার ফারুক বিল্লাল। পোলিং কর্মকর্তা ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের হিসাবরক্ষক তুষার কান্তি রায়। নির্বাচন চলাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সামসুল আরেফিন, ডিআই-১ মনিরুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ভোটকেন্দ্র পরিদর্শন করেন।
Read Entire Article