আশীর্বাদের নামে অভিনেত্রীর ব্লাউজের ভেতরে হাত! পলাতক পুরোহিত

পবিত্র ধর্মস্থানও এখন নারীদের জন্য নিরাপদ নয়—এমনই এক ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন মালয়েশিয়ার জনপ্রিয় মডেল ও অভিনেত্রী লিশালিনি কারানান। কুয়ালালামপুরের একটি মন্দিরে পূজা দিতে গিয়ে পুরোহিতের হাতে যৌন হয়রানি ও নিপীড়নের শিকার হয়েছেন তিনি। সুন্দরী প্রতিযোগিতায় মুকুটজয়ী এই অভিনেত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে তার সেই বিভীষিকাময় মুহূর্তের বর্ণনা দিয়ে বিচার চেয়েছেন। ঘটনার সূত্রপাত লিশালিনি জানান, তিনি মন্দিরে পূজা দিতে গিয়েছিলেন। সেখানে উপস্থিত পুরোহিত তাকে পবিত্র পানি ছিটিয়ে দেওয়ার কথা বলে দীর্ঘ সময় অপেক্ষা করান। এরপর অভিনেত্রী যখন অফিসের উদ্দেশে বের হচ্ছিলেন, তখন পুরোহিত হঠাৎ তার গায়ে ফুলের তীব্র গন্ধযুক্ত একটি তরল পানি ছিটিয়ে দেন। ‘আশীর্বাদ’র নামে শ্লীলতাহানি এরপরই ঘটে সেই ন্যক্কারজনক ঘটনা। লিশালিনি অভিযোগ করেন, তরল ছিটানোর পর পুরোহিত তাকে তার পরনের পাঞ্জাবি-স্যুট খুলতে বলেন। অস্বস্তিবোধ করায় তিনি তাতে রাজি হননি। তখন পুরোহিত মন্ত্রপাঠ শুরু করেন এবং আচমকাই লিশালিনির ব্লাউজের ভেতর হাত ঢুকিয়ে নোংরাভাবে স্পর্শ করতে থাকেন। পুরোহিত এটিকে ‘আশীর্বাদের অংশ’ হিসেবে বোঝানোর চেষ্টা করেন। পোস্টে অভিনেত্রী

আশীর্বাদের নামে অভিনেত্রীর ব্লাউজের ভেতরে হাত! পলাতক পুরোহিত

পবিত্র ধর্মস্থানও এখন নারীদের জন্য নিরাপদ নয়—এমনই এক ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন মালয়েশিয়ার জনপ্রিয় মডেল ও অভিনেত্রী লিশালিনি কারানান। কুয়ালালামপুরের একটি মন্দিরে পূজা দিতে গিয়ে পুরোহিতের হাতে যৌন হয়রানি ও নিপীড়নের শিকার হয়েছেন তিনি। সুন্দরী প্রতিযোগিতায় মুকুটজয়ী এই অভিনেত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে তার সেই বিভীষিকাময় মুহূর্তের বর্ণনা দিয়ে বিচার চেয়েছেন।

ঘটনার সূত্রপাত লিশালিনি জানান, তিনি মন্দিরে পূজা দিতে গিয়েছিলেন। সেখানে উপস্থিত পুরোহিত তাকে পবিত্র পানি ছিটিয়ে দেওয়ার কথা বলে দীর্ঘ সময় অপেক্ষা করান। এরপর অভিনেত্রী যখন অফিসের উদ্দেশে বের হচ্ছিলেন, তখন পুরোহিত হঠাৎ তার গায়ে ফুলের তীব্র গন্ধযুক্ত একটি তরল পানি ছিটিয়ে দেন।

‘আশীর্বাদ’র নামে শ্লীলতাহানি এরপরই ঘটে সেই ন্যক্কারজনক ঘটনা। লিশালিনি অভিযোগ করেন, তরল ছিটানোর পর পুরোহিত তাকে তার পরনের পাঞ্জাবি-স্যুট খুলতে বলেন। অস্বস্তিবোধ করায় তিনি তাতে রাজি হননি। তখন পুরোহিত মন্ত্রপাঠ শুরু করেন এবং আচমকাই লিশালিনির ব্লাউজের ভেতর হাত ঢুকিয়ে নোংরাভাবে স্পর্শ করতে থাকেন। পুরোহিত এটিকে ‘আশীর্বাদের অংশ’ হিসেবে বোঝানোর চেষ্টা করেন।

পোস্টে অভিনেত্রী আরও ইঙ্গিত দিয়েছেন, তিনি এর চেয়েও বড় ধরনের যৌন নির্যাতনের শিকার হয়েছেন, যা ভাষায় প্রকাশ করতে তিনি অক্ষম।

পুলিশি তদন্ত ও পুরোহিতের পলায়ন এই জঘন্য ঘটনার পর মালয়েশিয়ার পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন লিশালিনি। পুলিশ তদন্ত শুরু করেছে। জানা গেছে, মন্দিরের প্রধান পুরোহিত অন্যত্র থাকায় অভিযুক্ত ব্যক্তি অস্থায়ীভাবে পূজার দায়িত্বে ছিলেন। অভিযোগ ওঠার পর থেকেই তিনি পলাতক। পুলিশ তাকে খুঁজে বের করার জন্য অভিযান চালাচ্ছে।

মন্দিরের মতো পবিত্র স্থানে এমন ঘটনায় মালয়েশিয়াজুড়ে সমালোচনার ঝড় উঠেছে। নেটিজেনরা অভিযুক্ত পুরোহিতের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow