আশুলিয়ায় দুই পোশাক কারখানায় শ্রমিকদের যৌন হয়রানির অভিযোগ

2 weeks ago 6

আশুলিয়ার তাম্মাম ডিজাইন লিমিটেড ও বেক নিট লিমিটেডে নারী শ্রমিকদের যৌন হয়রানি করা হচ্ছে অভিযোগ করে তা বন্ধের আহ্বান জানিয়েছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। একই সঙ্গে বেআইনিভাবে চাকরিচ্যুত ৮৫ জন শ্রমিককে পুনর্বহালের দাবিও জানায় সংগঠনটি।

রোববার (২২ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।

ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিন বলেন, আশুলিয়ায় অবস্থিত লুসাকা গ্রুপের আওতাধীন তাম্মাম ডিজাইন লিমিটেড ও বেক নিট লিমিটেডে কর্মরত নারী শ্রমিকেরা প্রতিনিয়ত মিডলেভেল ম্যানেজমেন্টের তিন কর্মকর্তার মাধ্যমে যৌন হয়রানির শিকার হচ্ছেন। এ কারখানায় নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ও ছুটির টাকা পরিশোধ না করে বেআইনিভাবে চাকরিচ্যুত করা নিত্যদিনের ঘটনা। এসব ঘটনার প্রতিবাদ করলেই কারখানা কর্তৃপক্ষের নির্দেশে বহিরাগত মাস্তান দ্বারা শ্রমিকদের প্রাণনাশের হুমকি ও বেআইনিভাবে চাকরিচ্যুত করা হয়।

তিনি বলেন, এরই ধারাবাহিকতায় গত ৪ ডিসেম্বর যৌন হয়রানির প্রতিবাদ করায় বেআইনিভাবে ৮৫ জন শ্রমিককে চাকরিচ্যুত করা হয়। কারখানা কর্তৃপক্ষের এমন কর্মকাণ্ড বাংলাদেশ শ্রম আইন মোতাবেক অসৎ শ্রম আচরণের শামিল।

সমাবেশে ফেডারেশনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. ফরিদুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. রিয়াদ হোসেন, নারী কমিটির সাধারণ সম্পাদক মিস ক্যামেলিয়া হাসান, সাংগঠনিক সম্পাদক মিস সুরাইয়া জেসমিন রুমা অনেকে বক্তব্য দেন।

জাতীয় প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে একটি প্রতিনিধিদল শ্রম উপদেষ্টা ও শ্রমসচিব বরাবরে স্মারকলিপি দিতে যান।

এনএস/এমএএইচ/

Read Entire Article