বকেয়া বেতনের দাবিতে টানা ৩২ ঘণ্টা পর সড়ক ছাড়লেন আশুলিয়ার বন্ধ কারখানা লেনি ফ্যাশন ও লেনি অ্যাপারেলসের শ্রমিকরা। এরপর নবীনগর-চন্দ্রা মহা সড়কে স্বাভাবিক হয় যান চলাচল।
বুধবার (২৭ নভেম্বর) বিকেল ৪টায় দিকে সেনাবাহিনী ও প্রশাসনের সঙ্গে শ্রমিক প্রতিনিধির বৈঠকের পর এ সিদ্ধান্ত হয়।
আন্দোলনরত শ্রমিক আব্দুল জলিল জানান, বেপজা কর্তৃপক্ষের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। তারা তিন মাসের মধ্যে সব পাওনা পরিশোধের আশ্বাস দিয়েছেন। এবার যদি তারা আশ্বাস বাস্তবায়ন না করে তবে কঠোর খেসারত দিতে হবে।
এ বিষয়ে শিল্প পুলিশ ১ এর এসপি সারোয়ার আলম বলেন, শ্রমিকরা বকেয়া পাওনা আদায়ের বিষয়ে বেপজা কর্তৃপক্ষ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে বিষয়টি আপাতত সমাধান হয়েছে। আগামীকাল থেকে পুরাতন জোনের ভিতরে থাকা ৪৩ কারখানা পূর্বের ন্যায়ে চালু থাকবে।
শ্রমিকরা জানায়, চার বছর আগে ২০২১ সালে কোভিড-১৯ এর সময় বকেয়া বেতন পরিশোধ না করে কারখানা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। দেই দিচ্ছি করে প্রায় ৪ বছর ধরে শ্রমিকদের সঙ্গে টালবাহানা করে যাচ্ছে কর্তৃপক্ষ। সর্বশেষ আগামী ৩০ নভেম্বর তাদের পাওনাদি পরিশোধের তারিখ নির্ধারণ করা হলেও অনিশ্চয়তায় ভোগেন শ্রমিকরা। চার বছর ধরে তারিখ নির্ধারণ করেও শ্রমিকদের কোনো ধরনের পাওনাদি পরিশোধ করা হয়নি।
মাহফুজুর রহমান নিপু/আরএইচ/জিকেএস