আশুলিয়ায় প্রতারণার অভিযোগে সংবাদ সম্মেলন

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ এবং মিথ্যা অপপ্রচারের অভিযোগে ঢাকার আশুলিয়ায় সংবাদ সম্মেলন করেছেন মো: শফিকুল ইসলাম নামের এক ভুক্তভোগী।মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বেলা ১১টার দিকে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকার একটি রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলন করেন তিনি।ভুক্তভোগী শফিকুল ইসলাম সিরাজগঞ্জের চৌহালী উপজেলার আব্দুল হালিমের ছেলে। তিনি আশুলিয়ার জামগড়া এলাকায় বসবাস করেন।সংবাদ সম্মেলনে ভুক্তভোগী শফিকুল ইসলাম অভিযোগ করেন, ব্যক্তিগত সম্পর্কের সুযোগ নিয়ে প্রতারণার মাধ্যমে এলজিইডির একটি রাস্তার কাজের জন্য ব্যবসায়িক অংশীদার হিসেবে তাঁর কাছ থেকে ৬০ লাখ টাকা নেন বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান। পরবর্তীতে তিনি কোনো কাজ পাননি জানতে পেরে টাকা ফেরত চান শফিকুল ইসলাম। পরে তাকে ৬০ লাখ টাকার একটি চেক প্রদান করেন, যা ব্যাংকে জমা দেওয়ার পর অনাদায়ী হিসেবে ফেরত আসে। এই ঘটনায় উকিল নোটিশ পাঠানো হলেও টাকা ফেরত না পাওয়ায় আদালতে মামলা দায়ের করেন।তিনি জানান, মামলা করার পর থেকে তিনি ও তাঁর পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শনের শিকার হচ্ছেন। এরপর এসব বিষয় নিয়ে তিনি সংবাদ সম্ম

আশুলিয়ায় প্রতারণার অভিযোগে সংবাদ সম্মেলন

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ এবং মিথ্যা অপপ্রচারের অভিযোগে ঢাকার আশুলিয়ায় সংবাদ সম্মেলন করেছেন মো: শফিকুল ইসলাম নামের এক ভুক্তভোগী।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বেলা ১১টার দিকে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকার একটি রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলন করেন তিনি।

ভুক্তভোগী শফিকুল ইসলাম সিরাজগঞ্জের চৌহালী উপজেলার আব্দুল হালিমের ছেলে। তিনি আশুলিয়ার জামগড়া এলাকায় বসবাস করেন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী শফিকুল ইসলাম অভিযোগ করেন, ব্যক্তিগত সম্পর্কের সুযোগ নিয়ে প্রতারণার মাধ্যমে এলজিইডির একটি রাস্তার কাজের জন্য ব্যবসায়িক অংশীদার হিসেবে তাঁর কাছ থেকে ৬০ লাখ টাকা নেন বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান। পরবর্তীতে তিনি কোনো কাজ পাননি জানতে পেরে টাকা ফেরত চান শফিকুল ইসলাম। পরে তাকে ৬০ লাখ টাকার একটি চেক প্রদান করেন, যা ব্যাংকে জমা দেওয়ার পর অনাদায়ী হিসেবে ফেরত আসে। এই ঘটনায় উকিল নোটিশ পাঠানো হলেও টাকা ফেরত না পাওয়ায় আদালতে মামলা দায়ের করেন।

তিনি জানান, মামলা করার পর থেকে তিনি ও তাঁর পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শনের শিকার হচ্ছেন। এরপর এসব বিষয় নিয়ে তিনি সংবাদ সম্মেলন করেন।

ওই সংবাদ সম্মেলনের পর বিএনপি নেতা আমিরুল ইসলাম পাল্টা সংবাদ সম্মেলন করেন। সেখানে তিনি টাকা ফেরত দিতে চান বলে গণমাধ্যমে স্বীকার করেন। তবে টাকা না দিয়ে নানা অপপ্রচার করতে থাকেন। টাকা ফেরত পেতে সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী শফিকুল।

সংবাদ সম্মেলনে এসময় সাভার ও আশুলিয়ায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow