আশুলিয়ায় বিপুল অবৈধ সিগারেটসহ আটক ২

4 hours ago 4

সাভারের আশুলিয়ায় যৌথবাহিনীর অভিযানে বিপুল অবৈধ নকল সিগারেটসহ দুই চোরাকারবারিকে আটক করা হয়েছে। বুধবার (২০ আগস্ট) বিকেলে বাইপাইল বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান চালানো হয়।

আটকরা হলেন- টাঙ্গাইলের ধনবাড়ি থানার কয়ড়া গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে সাইফুল ইসলাম (৫৫) এবং একই থানার বানদেরা গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে মেহেদী হাসান (২২)।

যৌথবাহিনী জানায়, বিকেলে বাইপাইল এলাকায় সেনাবাহিনীর নিয়মিত টহল চলাকালে জামগড়া আর্মি ক্যাম্পের একটি দল অটোরিকশা যোগে সিগারেট পাচারের সময় দুজনকে হাতেনাতে আটক করে। এ সময় তাদের কাছ থেকে শুল্ক ফাঁকি দেওয়া বিপুল নকল সিগারেট উদ্ধার করা হয়।

পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা একটি গুদামের অবস্থান জানায়। এরপর যৌথবাহিনী ও পুলিশ মিলে সেখানে অভিযান চালিয়ে ৩ হাজার ৮১০ প্যাকেট অবৈধ সিগারেট জব্দ করে।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান জানান, আটক দুজনকে থানায় হস্তান্তর করা হয়েছে। জব্দ মালামালসহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Read Entire Article