আসছে নাহিদ আহসানের ‘প্রতিশোধের পাণ্ডুলিপি’

5 days ago 2

অমর একুশে বইমেলা উপলক্ষে প্রকাশিত হচ্ছে নাহিদ আহসানের সমকালীন উপন্যাস ‘প্রতিশোধের পাণ্ডুলিপি’। বইটি প্রকাশ করছে শিখা প্রকাশনী। প্রচ্ছদ করেছেন চারু পিন্টু।

প্রকাশক জানান, ‘প্রতিশোধের পাণ্ডুলিপি’ উপন্যাসটি প্রকাশনীর স্টলের পাশাপাশি পাঠক অনলাইন বুকশপ থেকেও অর্ডার করতে পারবেন। লেখকের আরেক উপন্যাস ‘সোমেশ্বরী রাত’র দ্বিতীয় মুদ্রণ আসবে খুব শিগগিরই।

লেখক নাহিদ আহসান বলেন, ‘রহস্যের মতো, এই গল্পের সাথে জড়িয়ে আছে আমাদের জীবন। কোনো না কোনোভাবে আমরা এই গল্পের গুরুত্বপূর্ণ চরিত্র। মানুষের জীবনকে খুব তুচ্ছ মনে করা এক অমানুষের গল্প। অভাব-অনটন, প্রেম-ভালোবাসা, অহংকার, মিথ্যা, প্রতারণা, ভয়, খুন ও রহস্যে পূর্ণ এক গল্প।’

শব্দের বুননে খুবই সাধারণ মানুষের সব গল্প অসাধারণভাবে তুলে আনতে নাহিদ আহসান বরাবরই দক্ষ। লেখালেখির পাশাপাশি উপস্থাপনা এবং সমাজকল্যাণমূলক কাজের সঙ্গেও যুক্ত আছেন তিনি।

২০১৭ সালে তার হাত ধরে প্রতিষ্ঠা লাভ করা ‘স্বপ্নদ্রষ্টা’ সংগঠন সমাজকল্যাণমূলক কাজে প্রশংসনীয় ভূমিকা রাখছে। একসময় এটিএন বাংলায় ‘শাপলা শালুক’ অনুষ্ঠানের উপস্থাপনায় যুক্ত ছিলেন।

নাহিদ আহসান বর্তমানে এক্সিলেন্স বাংলাদেশের হেড অব মার্কেটিং হিসেবে যুক্ত আছেন। ‘মায়ের নীল শাড়ি’, ‘বিষাদবাড়ি’, ‘মেঘ জীবনের গল্প’ এবং ‘সোমেশ্বরী রাত’ তার প্রকাশিত বই।

এসইউ/জিকেএস

Read Entire Article