আসছে মন্টু পাইলট-৩

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ভাঙল নীরবতা। পর্দায় ফিরছে ‘মন্টু পাইলট-৩’। ২০১৯ সালে যে মন্টু দর্শকের মনে আগুন ধরিয়েছিল, তুমুল জনপ্রিয়তায় তৈরি করেছিল আলাদা এক অধ্যায়, তার ফেরার খবরে আবারও উত্তাল বিনোদন দুনিয়া। বছরের পর বছর ধরে একটাই প্রশ্ন ঘুরেছে দর্শকের মনে—কবে ফিরবে মন্টু? অবশেষে মিলল উত্তর। সমস্ত জল্পনা-কল্পনার ইতি টেনে, অভিনেতা সৌরভ দাসের জন্মদিনে, ২১ জানুয়ারিতেই প্রকাশ্যে এল দেবালয় ভট্টাচার্যের ‘মন্টু পাইলট ৩’-এর চরিত্রদের লুক। নতুন অধ্যায়, নতুন রহস্য, আর আগের মতোই টানটান উত্তেজনা—মন্টুর প্রত্যাবর্তনে ফের একবার শিহরিত হতে চলেছে দর্শক। আগের সিজনের মতোই সৌরভ যে ফের এই চরিত্রে সমস্ত লাইমলাইট নিজের দিকে কেড়ে নেবে তা ধারণা করা যাচ্ছে। হাতে বন্দুক, চোখে কাজল, তীক্ষ্ণ দৃষ্টি সবমিলিয়ে মন্টু আগের মতোই স্বমহিমায়।  তবে জানা যায়, এবার পর্দার মন্টু নাকি হতে চলেছে অনেক বেশি পরিণত। মন্টুর পাশাপাশি এই সিরিজে আরও এক আকর্ষণের কেন্দ্রবিন্দু ভ্রমর। যদিও আগের সিরিজে ভ্রমরের অনুপস্থিতিতে একটু মন খারাপ হয়েছিল সবার। তবে এবার সেই অভাব যে পূরণ হতে চলেছে সে কথা বলাই বাহুল্য। সৌরভ ও শোলাঙ্কির সঙ্গে সিরিজে বিশ

আসছে মন্টু পাইলট-৩

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ভাঙল নীরবতা। পর্দায় ফিরছে ‘মন্টু পাইলট-৩’। ২০১৯ সালে যে মন্টু দর্শকের মনে আগুন ধরিয়েছিল, তুমুল জনপ্রিয়তায় তৈরি করেছিল আলাদা এক অধ্যায়, তার ফেরার খবরে আবারও উত্তাল বিনোদন দুনিয়া। বছরের পর বছর ধরে একটাই প্রশ্ন ঘুরেছে দর্শকের মনে—কবে ফিরবে মন্টু? অবশেষে মিলল উত্তর।

সমস্ত জল্পনা-কল্পনার ইতি টেনে, অভিনেতা সৌরভ দাসের জন্মদিনে, ২১ জানুয়ারিতেই প্রকাশ্যে এল দেবালয় ভট্টাচার্যের ‘মন্টু পাইলট ৩’-এর চরিত্রদের লুক। নতুন অধ্যায়, নতুন রহস্য, আর আগের মতোই টানটান উত্তেজনা—মন্টুর প্রত্যাবর্তনে ফের একবার শিহরিত হতে চলেছে দর্শক।

আগের সিজনের মতোই সৌরভ যে ফের এই চরিত্রে সমস্ত লাইমলাইট নিজের দিকে কেড়ে নেবে তা ধারণা করা যাচ্ছে। হাতে বন্দুক, চোখে কাজল, তীক্ষ্ণ দৃষ্টি সবমিলিয়ে মন্টু আগের মতোই স্বমহিমায়। 

তবে জানা যায়, এবার পর্দার মন্টু নাকি হতে চলেছে অনেক বেশি পরিণত। মন্টুর পাশাপাশি এই সিরিজে আরও এক আকর্ষণের কেন্দ্রবিন্দু ভ্রমর। যদিও আগের সিরিজে ভ্রমরের অনুপস্থিতিতে একটু মন খারাপ হয়েছিল সবার। তবে এবার সেই অভাব যে পূরণ হতে চলেছে সে কথা বলাই বাহুল্য।

সৌরভ ও শোলাঙ্কির সঙ্গে সিরিজে বিশেষ ভূমিকায় দেখা যাবে চান্দ্রেয়ী ঘোষ, পার্নো মিত্র, কিউ প্রমুখকে। আগের মতোই ‘বিবিজান’ চরিত্রে দেখা যাবে চান্দ্রেয়িকে। সিজন ৩-এর ফার্স্ট লুকেই তাক লাগিয়েছেন আগের মতো অভিনেত্রী।

অন্যদিকে নতুনভাবে ধরা দেবেন পার্নো মিত্র। যদিও তাকে এই সিরিজে কোন চরিত্রে দেখা যাবে তা এখন খোলসা করা হয়নি। তবে সিজন ৩তে কিউকে খলচরিত্রে দেখবেন দর্শক এমনটাই জানা যাচ্ছে। সব ঠিক থাকলে চলতি বছরের মার্চ মাসে মুক্তি পেতে পারে ‘মন্টু পাইলট সিজন-৩’।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow