আসছে মুহসীন মোসাদ্দেকের গল্পের বই

2 months ago 7

আগামী জুলাই মাসে প্রকাশিত হতে যাচ্ছে গল্পকার মুহসীন মোসাদ্দেকের গল্পের বই ‘মধ্যদুপুরে কাকেদের জলকেলি কিংবা বিষণ্ণ যুবকের জবানবন্দি’। বইটির প্রকাশক পাঞ্জেরী পাবলিকেশন্স। প্রচ্ছদ করেছেন মানব। অলঙ্করণ করেছেন মো. ইকবাল হোসেন।

বিষণ্ন যুবকের জবানবন্দি হয়ে ওঠা এ গল্পগ্রন্থের অধিকাংশ পৃষ্ঠাতেই ছড়িয়ে আছে বিষণ্নতা। এ বিষণ্নতা কখনো উৎসারিত হয় টানাপোড়েনের সংসারের জোয়ালটানা জীবন থেকে। কখনো গৌরবময় যুদ্ধজয়ের পর ফিরে এসে প্রিয় মানুষদের না পাওয়ার হাহাকার থেকে। কখনো অল্পদিনের ব্যবধানে পরিবারের সবচেয়ে বড় দুই অবলম্বন হারিয়ে। কখনো বৃদ্ধ বয়সে কর্মক্ষম জীবনের স্মৃতিচারণসভা থেকে। আবার কখনো একাকী যুবকের পারিবারিক জীবনের আবহ-শূন্যতা থেকে।

এ বিষণ্নতাযাপনের ফাঁকে হঠাৎ ছুঁয়ে যাবে প্রেম প্রেম অনুভূতি। আলোড়িত করে যাবে কাটাহাতের রহস্য। রোমাঞ্চ জাগাবে ড্রাইভার-হেলপারের শেষ পাতার শিরোনাম হওয়ার পরিণতি। আর যুদ্ধে যাওয়া খোকার ফিরে আসার অপেক্ষায় থাকা বাবা-মায়ের আকুতি হয়তো কাঁপিয়ে দেবে বুকের ভেতরটাকে। এসবের ফাঁকে আবার হয়তো ক্ষোভ জাগিয়ে তুলবে সমাজের বিবেকের অন্ধত্বের প্রকাশে।

সবমিলিয়ে তেরোটি গল্পের এ ভ্রমণে একেকবার উঠে পড়তে হবে একেক ট্রেনে। এক স্টেশনে নেমে যেতে হবে আরেক অচেনা স্টেশনের দিকে। মধ্যদুপুরে বিষণ্ন যুবকের জবানবন্দির স্বাক্ষী হয়ে একপাশে যখন দেখবেন কাকেদের জলকেলি, অন্যপাশে তখন চোখের সামনে ভেসে উঠবে গলায় ফাঁস লাগানোর আয়োজন করে ঝুলে থাকা রশিটা!

মুহসীন মোসাদ্দেক গল্পকার, অনুবাদক এবং শিশুসাহিত্যিক। জন্ম রাজশাহীতে, বসবাস ঢাকায়। তার প্রথম গল্পগ্রন্থ প্রকাশিত হয় ২০১০ সালে। তার শিশু-কিশোর গল্পগ্রন্থ ‘রাজুর ভুতুড়ে ম্যাজিক’, ‘লাবুদের দস্যিপনা’ ও ‘মগডাল বাহাদুর’; অনুবাদগ্রন্থ ‘হারুকি মুরাকামি: সমকালীন ছোটগল্প’ এবং ‘কবিতার গল্প সংকলন: গল্পরূপে প্রিয় কবিতা’ উল্লেখযোগ্য।

এসইউ/জিকেএস

Read Entire Article