আসছে লম্বা ছুটি কাটানোর সুযোগ, যেভাবে মিলবে

আগামীকাল (৩১ জানুয়ারি) শেষ হচ্ছে জানুয়ারি মাস। বড় এক সুসংবাদ নিয়ে আসতে যাচ্ছে নতুন মাস। ফেব্রুয়ারির শুরুতেই সরকারি চাকরিজীবীদের জন্য রয়েছে লম্বা ছুটি কাটানোর সুযোগ। ব্যাংক কর্মকর্তারাও পেতে পারেন এ ছুটি।  ইসলামী ফাউন্ডেশনের তথ্যমতে, আগামী ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দিবাগত রাতে পবিত্র শবে বরাত। সে অনুযায়ী, নির্বাহী আদেশে পরদিন; অর্থাৎ ৪ ফেব্রুয়ারি (বুধবার) থাকবে সরকারি ছুটি। এর সঙ্গে একদিন অর্থাৎ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ছুটি নিলেই মিলবে টানা ৪ দিনের ছুটি। কারণ, ৬ ও ৭ ফেব্রুয়ারি যথাক্রমে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি। তাই, একদিন ম্যানেজেই মিলতে পারে টানা ৪ দিন ছুটি। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৬ সালের সরকারি ছুটির তালিকার প্রজ্ঞাপন অনুযায়ী, চলতি বছর সাধারণ ছুটি ১৪ দিন এবং নির্বাহী আদেশে ছুটি থাকবে ১৪ দিন। এর মধ্যে ৯ দিন শুক্র ও শনিবার পড়েছে। এছাড়া আসন্ন বছরটিতে মুসলিম পর্বে পাঁচ দিন, হিন্দু পর্বে নয় দিন, খ্রিস্টান পর্বে আট দিন, বৌদ্ধ পর্বে সাত দিন এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কর্মচারীদের জন্য দুই দিন ঐচ্ছিক ছুটি থাকবে।

আসছে লম্বা ছুটি কাটানোর সুযোগ, যেভাবে মিলবে

আগামীকাল (৩১ জানুয়ারি) শেষ হচ্ছে জানুয়ারি মাস। বড় এক সুসংবাদ নিয়ে আসতে যাচ্ছে নতুন মাস। ফেব্রুয়ারির শুরুতেই সরকারি চাকরিজীবীদের জন্য রয়েছে লম্বা ছুটি কাটানোর সুযোগ। ব্যাংক কর্মকর্তারাও পেতে পারেন এ ছুটি। 

ইসলামী ফাউন্ডেশনের তথ্যমতে, আগামী ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দিবাগত রাতে পবিত্র শবে বরাত। সে অনুযায়ী, নির্বাহী আদেশে পরদিন; অর্থাৎ ৪ ফেব্রুয়ারি (বুধবার) থাকবে সরকারি ছুটি।

এর সঙ্গে একদিন অর্থাৎ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ছুটি নিলেই মিলবে টানা ৪ দিনের ছুটি। কারণ, ৬ ও ৭ ফেব্রুয়ারি যথাক্রমে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি।

তাই, একদিন ম্যানেজেই মিলতে পারে টানা ৪ দিন ছুটি।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৬ সালের সরকারি ছুটির তালিকার প্রজ্ঞাপন অনুযায়ী, চলতি বছর সাধারণ ছুটি ১৪ দিন এবং নির্বাহী আদেশে ছুটি থাকবে ১৪ দিন। এর মধ্যে ৯ দিন শুক্র ও শনিবার পড়েছে। এছাড়া আসন্ন বছরটিতে মুসলিম পর্বে পাঁচ দিন, হিন্দু পর্বে নয় দিন, খ্রিস্টান পর্বে আট দিন, বৌদ্ধ পর্বে সাত দিন এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কর্মচারীদের জন্য দুই দিন ঐচ্ছিক ছুটি থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow