প্রকাশিত হতে যাচ্ছে তরুণ কবি সঞ্জয় চৌধুরীর প্রথম কাব্যগ্রন্থ ‘শূন্যতার অপর পৃষ্ঠা’। বইটি প্রকাশ করছে প্রকাশনা প্রতিষ্ঠান বই চত্বর প্রকাশনী। জীবনের গভীর অনুভূতি ও শূন্যতা নিয়ে রচিত কাব্যগ্রন্থটি সাহিত্যপ্রেমীদের আগ্রহ কাড়বে বলে মনে করেন প্রকাশক।
বইটির প্রচ্ছদ করেছেন পার্থ দিবস চৌধুরী। তিনি বলেন, ‘বইটির ভাবনার গভীরতা ও সৃজনশীলতা আমাকে অনুপ্রাণিত করেছে। প্রচ্ছদে সেটি তুলে ধরার চেষ্টা করেছি।’
কবি সঞ্জয় চৌধুরী তার অনুভূতি ব্যক্ত করে বলেন, ‘বইটি আমার জীবনের প্রতিচ্ছবি। এটি পাঠকদের হৃদয়ে স্পর্শ করবে এবং নতুনভাবে ভাবতে উদ্বুদ্ধ করবে বলে আশা করি।’
বই চত্বর জানিয়েছে, ‘সঞ্জয়ের লেখায় যে গভীরতা ও নতুনত্ব আছে। তা সাহিত্যপ্রেমীদের কাছে সহজেই গ্রহণযোগ্য হবে। আমরা বিশ্বাস করি, বইটি পাঠকদের মনের গভীরে দাগ কাটবে।’
সঞ্জয় চৌধুরী লেখালেখির পাশাপাশি বিভিন্ন কন্টেন্টে অভিনয়ের মাধ্যমেও প্রশংসিত হয়েছেন। তার ‘শূন্যতার অপর পৃষ্ঠা’ অমর একুশে বইমেলায় পাওয়া যাবে।
এসইউ/জিকেএস