আসামি ধরতে গিয়ে হামলার শিকার, এসআই আহত

ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আশুলিয়া থানার এক উপপরিদর্শক (এসআই) গুরুতর আহত হয়েছেন। আহত এসআই মো. মনিরুল ইসলামকে স্থানীয় বেসরকারি আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা তার মাথার দুটি স্থানে ছয়টি সেলাই দিয়েছেন বলে জানা গেছে। আশুলিয়া থানা পুলিশ জানায়, শুক্রবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়ার বাংলাবাজার এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলার আসামি ও কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের স্থানীয় ওয়ার্ড শাখার সাংগঠনিক সম্পাদক সোহেল শিকদারকে গ্রেপ্তারের উদ্দেশে অভিযান চালায় পুলিশ। এ সময় সোহেল শিকদারের পরিবারের সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় এসআই মো. মনিরুল ইসলাম আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের ব্যবস্থাপক হারুন অর রশীদ বলেন, আহত অবস্থায় এসআই মো. মনিরুল ইসলামকে হাসপাতালে ভর্তি করা হয়। তার মাথার দুটি স্থানে ছয়টি সেলাই দেওয়া হয়েছে। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি

আসামি ধরতে গিয়ে হামলার শিকার, এসআই আহত

ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আশুলিয়া থানার এক উপপরিদর্শক (এসআই) গুরুতর আহত হয়েছেন।

আহত এসআই মো. মনিরুল ইসলামকে স্থানীয় বেসরকারি আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা তার মাথার দুটি স্থানে ছয়টি সেলাই দিয়েছেন বলে জানা গেছে।

আশুলিয়া থানা পুলিশ জানায়, শুক্রবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়ার বাংলাবাজার এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলার আসামি ও কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের স্থানীয় ওয়ার্ড শাখার সাংগঠনিক সম্পাদক সোহেল শিকদারকে গ্রেপ্তারের উদ্দেশে অভিযান চালায় পুলিশ। এ সময় সোহেল শিকদারের পরিবারের সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় এসআই মো. মনিরুল ইসলাম আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের ব্যবস্থাপক হারুন অর রশীদ বলেন, আহত অবস্থায় এসআই মো. মনিরুল ইসলামকে হাসপাতালে ভর্তি করা হয়। তার মাথার দুটি স্থানে ছয়টি সেলাই দেওয়া হয়েছে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার বলেন, সোহেল শিকদারকে গ্রেপ্তারের সময় তার পরিবারের সদস্যরা দেশীয় অস্ত্র দিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সোহেল শিকদারের শ্যালক শিহাবকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow