আসামে ইসলাম ও মুসলমান
বাংলাদেশের নিকটস্বজন আসাম, উত্তর-পূর্ব ভারতের স্থলবেষ্টিত রাজ্য। আসামের ভাষা অসমিয়া, রাজধানী দিসপুর, গুয়াহাটি। আসামে প্রায় এক-তৃতীয়াংশ বাঙালির বসবাস। পর্বতবাহুল্যবশত ভূমি অসমতল (অসমভূমি) হওয়ায় অসমের অপভ্রংশ আসাম নামে পরিচিত।