‘আসিফ নজরুলকে হয়রানির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে’

3 days ago 5

সম্প্রতি জেনেভায় আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলকে হয়রানির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর।

সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি একথা জানান।

এক প্রশ্নের জবাবে তিনি প্রেস ব্রিফিংয়ে বলেন, ঘটনাটি জেনেভায় তদন্ত করা হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ড. আসিফ নজরুল তার সাম্প্রতিক জেনেভা সফরের সময় কয়েকজন প্রবাসী বাংলাদেশী দ্বারা হয়রানির শিকার হন।

এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার বলেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে দলীয় নেতাদের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়া হয়েছিল এবং তারা সচিবালয় ও অন্যান্য সরকারি প্রতিষ্ঠানে তদবিরসহ বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত ছিল। বিভিন্ন অভিযোগের ভিত্তিতে তাদের কার্ড বাতিল করা হয়েছে বলে জানান তিনি।

প্রায় ১৭০ জন সাংবাদিকের কার্ড বাতিল করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, যারা যোগ্য এবং যারা মনে করেন তাদের প্রতি অন্যায় আচরণ করা হয়েছে তারা আবারও কার্ডের জন্য আবেদন করতে পারবেন।

আজাদ বলেন, তাদের আবেদন বিবেচনা করা হবে, যদি সরকার মনে করে যে তাদের অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়ার যথেষ্ট কারণ রয়েছে।

প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও উপস্থিত ছিলেন।

Read Entire Article