স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদের সাবেক এপিএস মো. মোয়াজ্জেম হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ও এনআইডি ব্লকের আদেশ দিয়েছেন আদালত।
শনিবার (২৪ মে) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন (গালিব) দুদকের আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন। দুদকের পক্ষে এ আবেদন করেন সংস্থাটির উপ-পরিচালক মিনু আক্তার সুমি।
দুদকের আবেদনে বলা হয়, অভিযোগ সংশ্লিষ্ট মো. মোয়াজ্জেম হোসেন কর্তৃক ক্ষমতার অপব্যবহার, তদবির বাণিজ্য, চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্যসহ নানাবিধ অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগটির অনুসন্ধান অত্র কার্যালয়ে চলমান। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন মর্মে বিশ্বস্তসূত্রে জানা যায়।
অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমন রহিত করা এবং এনআইডি ব্লক করা প্রয়োজন, বলা হয় আবেদনে।
এমআইএন/এমএইচআর/এমএস

5 months ago
52









English (US) ·