আসিয়ানের পূর্ণ সদস্যপদ পেতে যাচ্ছে তিমোর-লেস্তে

3 months ago 67

তিমোর-লেস্তে চলতি বছরের মধ্যেই (দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর সংস্থা) আসিয়ানের পূর্ণ সদস্যপদ অর্জনের ব্যাপারে আশাবাদ প্রকাশ করেছে।

দেশটির প্রধানমন্ত্রী কাই রালা শানানা গুসমাও জানিয়েছেন, সব শর্ত পূরণের পথে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং আসিয়ানভুক্ত দেশের শক্তিশালী সমর্থন থাকায় অক্টোবরে এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।

৪৬তম আসিয়ান শীর্ষ সম্মেলনের অংশ হিসেবে আজ অনুষ্ঠিত ১৪তম আসিয়ান-আইপিএ (আসিয়ান আন্তঃসংসদীয় পরিষদ) নেতাদের বৈঠকে অংশগ্রহণের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন গুসমাও।

তিনি বলেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি এবং অধিকাংশ প্রয়োজনীয় শর্ত পূরণ করেছি। হয়তো এক বা দুইটা বিষয় এখনো বাকি, তবে আমরা তাও পূরণ করতে সচেষ্ট।

আরও পড়ুন

তিমোর-লেস্তে ২০১১ সালে প্রথম আসিয়ানে যোগ দেওয়ার জন্য আবেদন করে এবং ২০২২ সালে সংস্থার উচ্চপর্যায়ের বৈঠকগুলোতে পর্যবেক্ষক মর্যাদা লাভ করে। তবে এখনো দেশটির পূর্ণ সদস্যপদ অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

আসিয়ানের পূর্ণ সদস্যপদ পেতে যাচ্ছে তিমোর-লেস্তে

তিমোর-লেস্তের পররাষ্ট্র ও সহযোগিতাবিষয়কমন্ত্রী বেনডিটো দোস সানতোস ফ্রেইতাস বলেন, এই সদস্যপদ শুধু অর্থনৈতিক সুবিধার জন্য নয় বরং আঞ্চলিক পরিসরে তিমোর-লেস্তের কণ্ঠস্বর আরও জোরালো করতেও গুরুত্বপূর্ণ। আমাদের কৌশলগত অবস্থান ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়ার মাঝামাঝি, যা আসিয়ানের ইন্দো-প্যাসিফিক ভিশনের সঙ্গে মানানসই।

তিনি আরও যোগ করেন, ১.৪ মিলিয়ন জনসংখ্যার একটি ছোট দেশ হিসেবে তিমোর-লেস্তের জন্য এই সদস্যপদ ভবিষ্যতের টেকসই উন্নয়ন ও আঞ্চলিক সম্পৃক্ততার জন্য একটি মাইলফলক হবে।

বর্তমানে আসিয়ান ১০টি দেশ নিয়ে গঠিত। তিমোর-লেস্তের পূর্ণ সদস্যপদ প্রাপ্তি হলে সেটি হবে সংস্থাটির একাদশ সদস্য। তবে এ খবর লেখা পর্যন্ত এবারের আসিয়ান সম্মেলনে বাংলাদেশ নিয়ে এখনো কোনো আলোচনা হয়নি।

এমআরএম/এমএস

Read Entire Article