আহত জিৎ, বন্ধ হলো সিনেমার শুটিং

টালিউড সুপারস্টার জিৎ। যার উপস্থিতি মানেই হলে দর্শকের ঢল, যার অভিনয় মানেই দুই বাংলার সিনেপ্রেমীদের নির্ভরতার ঠিকানা। সম্প্রতি ঘোষণা হতেই আলোচনার কেন্দ্রে চলে আসে তার নতুন সিনেমা ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’। শুটিং শুরু হতেই দর্শকের উত্তেজনা পৌঁছেছিল তুঙ্গে। কিন্তু ঠিক সেই মুহূর্তেই নেমে আসে অশনি সংকেত। সব প্রস্তুতি, সব প্রত্যাশাকে থমকে দিয়ে আচমকাই স্থগিত হয়ে যায় ছবির শুটিং—যা ঘিরে তৈরি হয়েছে রহস্য, উদ্বেগ আর নানা জল্পনা-কল্পনা। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, আসন্ন সিনেমার একটি গুরুত্বপূর্ণ দৃশ্যের কাজ করার সময় অনাকাঙ্ক্ষিত এক দুর্ঘটনা ঘটে। আর সেই দুর্ঘটনায় আহত হন জিৎ। হাতে বেশ আঘাত পাওয়ায় এবং জিতের শারীরিক অবস্থার কথা বিবেচনা করে ছবির নির্মাতা শুটিং আপাতত স্থগিত করেছেন।  অভিনেতা ঠিক কীভাবে আঘাত পেয়েছেন, সে বিষয়ে বিস্তারিত জানা না গেলেও পরিচালক পথিকৃৎ বসু আপাতত শুটিং শুরুর কোনো নির্দিষ্ট দিনক্ষণ জানাতে পারেননি।  ছবিটিতে জিৎ অভিনয় করছেন ঐতিহাসিক চরিত্র ‘অনন্ত সিংহ’-র ভূমিকায়। সিনেমাটি মূলত অ্যাকশন ঘরানার এবং এতে ব্রিটিশবিরোধী আন্দোলনের উত্তাল দিনগুলো উঠে আসবে। ১৯০৩ সালে চট্টগ্র

আহত জিৎ, বন্ধ হলো সিনেমার শুটিং

টালিউড সুপারস্টার জিৎ। যার উপস্থিতি মানেই হলে দর্শকের ঢল, যার অভিনয় মানেই দুই বাংলার সিনেপ্রেমীদের নির্ভরতার ঠিকানা। সম্প্রতি ঘোষণা হতেই আলোচনার কেন্দ্রে চলে আসে তার নতুন সিনেমা ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’। শুটিং শুরু হতেই দর্শকের উত্তেজনা পৌঁছেছিল তুঙ্গে। কিন্তু ঠিক সেই মুহূর্তেই নেমে আসে অশনি সংকেত। সব প্রস্তুতি, সব প্রত্যাশাকে থমকে দিয়ে আচমকাই স্থগিত হয়ে যায় ছবির শুটিং—যা ঘিরে তৈরি হয়েছে রহস্য, উদ্বেগ আর নানা জল্পনা-কল্পনা।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, আসন্ন সিনেমার একটি গুরুত্বপূর্ণ দৃশ্যের কাজ করার সময় অনাকাঙ্ক্ষিত এক দুর্ঘটনা ঘটে। আর সেই দুর্ঘটনায় আহত হন জিৎ। হাতে বেশ আঘাত পাওয়ায় এবং জিতের শারীরিক অবস্থার কথা বিবেচনা করে ছবির নির্মাতা শুটিং আপাতত স্থগিত করেছেন। 

অভিনেতা ঠিক কীভাবে আঘাত পেয়েছেন, সে বিষয়ে বিস্তারিত জানা না গেলেও পরিচালক পথিকৃৎ বসু আপাতত শুটিং শুরুর কোনো নির্দিষ্ট দিনক্ষণ জানাতে পারেননি। 

ছবিটিতে জিৎ অভিনয় করছেন ঐতিহাসিক চরিত্র ‘অনন্ত সিংহ’-র ভূমিকায়। সিনেমাটি মূলত অ্যাকশন ঘরানার এবং এতে ব্রিটিশবিরোধী আন্দোলনের উত্তাল দিনগুলো উঠে আসবে।

১৯০৩ সালে চট্টগ্রামে জন্মগ্রহণকারী অনন্ত সিংহ ছিলেন মাস্টারদা সূর্য সেনের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের অন্যতম এই নায়ক তার জীবনের শেষ পর্যায়ে নকশালপন্থী রাজনীতিতে জড়িয়ে পড়েছিলেন। 
এমনকি সাধারণ মানুষের ত্রাতা হিসেবে ব্যাংক ডাকাতির মতো চাঞ্চল্যকর ঘটনার সঙ্গেও তার নাম জড়িয়ে আছে। ইতিহাসের এই বর্ণাঢ্য এবং বিতর্কিত চরিত্রটিকে পর্দায় ফুটিয়ে তুলতে গিয়েই বিপাকে পড়লেন ওপার বাংলার এই অভিনেতা। 

এই সিনেমায় জিতের বিপরীতে অভিনয় করেছেন, টোটা রায় চৌধুরী, রজতাভ দত্ত, সোমনাথ করসহ আরও অনেকে। ছবিটি ২০২৬ সালের ১৫ আগস্ট মুক্তির কথা রয়েছে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow