আহত রানার পাশে ‘আমরা বিএনপি পরিবার’

1 month ago 33

ফ্যাসিবাদের পতনে ছাত্র-জনতার গণআন্দোলন চলাকালে গত ৫ আগস্ট পুলিশের গুলিতে আহত রানার পাশে দাঁড়িয়েছে ‘আমরা বিএনপি পরিবার’ এর একটি প্রতিনিধি দল। 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় আহত রানাকে চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে।

শুক্রবার (২২ নভেম্বর) ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে প্রতিনিধি দলটি ঢাকার শ্যামলীর ২নং রোডে আহত রানার বাসায় যায়। আহত রানার মায়ের সঙ্গে কথা বলে খোঁজ-খবর নেওয়ার পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহমর্মিতার বার্তাও পৌঁছে দেওয়া হয়।  

এ সময় আরও উপস্থিত ছিলেন— ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য শাহাদত হোসেন, শেকৃবি ছাত্রদলের সাবেক যুগ্মসম্পাদক নাহিয়ান হোসেন, ছাত্রদল নেতা মিজানুর রহমান রনি, শরিফুল ইসলাম, মিসবাহ, রুবেল প্রমুখ।

Read Entire Article