আহত শিশুকে নেওয়া হলো হাসপাতালে, সড়কে পড়ে ছিল বিচ্ছিন্ন হাত
চাঁদপুরের হাজীগঞ্জে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে এক শিশুর হাত কনুই থেকে বিচ্ছিন্ন হয়ে গুরুতর আহত হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) বিকেলে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ উপজেলার কৈয়ারপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত মো. রিহান খান চাঁদপুর সদর উপজেলার বহরিয়া গ্রামের প্রবাসী মো. হোসেনের ছেলে। স্থানীয়রা জানান, চাঁদপুর থেকে কুমিল্লা যাওয়ার পথে কৈয়ারপুলে একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে শিশুটির একটি হাত বিচ্ছিন্ন হয়ে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান বলেন, শিশুটিকে প্রাথমিক চিকিৎসা শেষে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে পাঠানো হয়েছে। হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, বিচ্ছিন্ন হাতের খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে হাতটি সংগ্রহ করে হাসপাতালে পৌঁছে দিয়েছি। শিশুটির পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
চাঁদপুরের হাজীগঞ্জে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে এক শিশুর হাত কনুই থেকে বিচ্ছিন্ন হয়ে গুরুতর আহত হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) বিকেলে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ উপজেলার কৈয়ারপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত মো. রিহান খান চাঁদপুর সদর উপজেলার বহরিয়া গ্রামের প্রবাসী মো. হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, চাঁদপুর থেকে কুমিল্লা যাওয়ার পথে কৈয়ারপুলে একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে শিশুটির একটি হাত বিচ্ছিন্ন হয়ে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান বলেন, শিশুটিকে প্রাথমিক চিকিৎসা শেষে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে পাঠানো হয়েছে।
হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, বিচ্ছিন্ন হাতের খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে হাতটি সংগ্রহ করে হাসপাতালে পৌঁছে দিয়েছি। শিশুটির পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
What's Your Reaction?