যশোরে বোমা বিস্ফোরণে আহত তিন শিশুর মধ্যে খাদিজার মৃত্যু হয়েছে। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে সোমবার (১৯ মে) দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়।
শিশু খাদিজার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার মা সুমি বেগম। একই ঘটনায় তার আরও দুই সন্তান আহত হয়েছে।
এরআগে সকাল সাড়ে ৮টার দিকে শহরের শংকরপুর গোলপাতা মসজিদ এলাকার শাহাদাত হোসেনের বাড়িতে বোমার বিস্ফোরণ ঘটে। এতে আহত হয় তিন সহোদর সবুজ আহম্মেদ (৭), খাদিজাতুল কোবরা (৫) ও আয়েশা সুলতানা (৩)।
তিন শিশুকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পরিবারের সদস্যরা যশোর ২৫০শয্যা হাসপাতালে ভর্তি করেন। এদের মধ্যে ঢাকায় নেওয়ার পথে শিশু খাদিজাতুল কোবরার মৃত্যু হয়েছে।
খাদিজা সুমি খাতুনের প্রয়াত স্বামী সুজনের মেয়ে। আহত সবুজও সুজনের ছেলে। অপর আহত আয়েশা বর্তমান স্বামী শাহাদাতের মেয়ে।
আরও পড়ুন:
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক ইমন হোসেন জানান, আহত তিনজনের মধ্যে আয়েশা ও সবুজের শারীরিক অবস্থা খারাপ ছিল। উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় রেফার করা হয়।
প্রতিবেশী আক্তারুজ্জামান বলেন, ঢাকায় নিয়ে যাওয়ার পথে নড়াইলে শিশু খাদিজার মৃত্যু হয়। স্বজনরা মরদেহ নিয়ে যশোরে ফিরছেন।
তিনি আরও জানান, সকালে বাড়ির পাশের মাঠে খেলা করছিল শিশু সবুজ। পরে বাড়ি আসার পথে একটি বোমাসদৃশ বস্তু কুড়িয়ে পায় সে। সবুজ সেটি তুলে বাসায় এনে তার বোনদের সঙ্গে নিয়ে বল ভেবে খেলা করছিল। তখন নাড়াচাড়া করতেই বস্তুটি বিস্ফোরিত হয়।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত জানান, বোমা বিস্ফোরণে আহত তিন শিশুর মধ্যে ঢাকা নেওয়ার পথে একজনের মৃত্যুর খবর পেয়েছি।
মিলন রহমান/এসআর/এমএস