আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় আপিল দ্রুত শুনানির আবেদন

3 days ago 11

আওয়ামী লীগ নেতা ও গাজীপুরের সাবেক সংসদ সদস্য আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামিদের আপিল দ্রুত শুনানি করতে আবেদন করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগে এ আবেদন করা হয়। জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দস কাজল আসামিদের পক্ষে এ আবেদন করেন।

২০০৪ সালের ৭ মে গাজীপুরের টঙ্গীর নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় সন্ত্রাসীদের ব্রাশফায়ারে নিহত হন আওয়ামী লীগ নেতা আহসান উল্লাহ মাস্টার। হত্যাকাণ্ডের পরদিন তার ভাই মতিউর রহমান টঙ্গী থানায় একটি মামলা দায়ের করেন, যেখানে ১৭ জনের নাম উল্লেখ করে এবং আরও ১০ থেকে ১২ জন অজ্ঞাতনামা আসামি হিসেবে মামলা করেন।

মামলার বিচারিক আদালতে রায় ঘোষণার পর হাইকোর্টেও শুনানি হয়। ২০০৫ সালের ১৬ এপ্রিল বিচারিক আদালত ২২ জনকে মৃত্যুদণ্ড, ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং দুজনকে খালাস দেয়। এরপর হাইকোর্টে ডেথ রেফারেন্স আসে এবং আসামিদের পক্ষ থেকে জেল আপিল করা হয়। ২০১৬ সালের ১৫ জানুয়ারি হাইকোর্ট রায় ঘোষণা করে, ছয়জনের ফাঁসি বহাল রাখে।

এই মামলায় মোট ৩০ আসামির মধ্যে ২৮ জন দণ্ডিত হন। এর মধ্যে ২২ জনকে মৃত্যুদণ্ড এবং ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। বর্তমানে ১৭ জন কারাগারে এবং ৯ জন পলাতক রয়েছে। এ ছাড়া মামলার দুজন আসামি মারা গেছেন।

Read Entire Article