আড়াই ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে রেল চলাচল স্বাভাবিক

1 week ago 15

আড়াই ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে রেল চলাচল স্বাভাবিক হয়েছে। রোববার (২৯ ডিসেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে নতুন ইঞ্জিন সংযুক্ত করে মহুয়া কমিউটার ট্রেনটি ছেড়ে যায়।

এর আগে দুপুর সোয়া ১টার দিকে ত্রিশালের ধলা স্টেশনের আউটার এলাকায় এ ঘটনা ঘটে। এতে করে ঢাকার সঙ্গে ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন বলেন, খবর পেয়ে রেলওয়ের কর্মীরা ঘটনাস্থলে এসে আড়াই ঘণ্টার চেষ্টায় নতুন ইঞ্জিন লাগায়। এতে বিকেল পৌনে ৪টার দিকে মহুয়া কমিউটার ট্রেনটি ছেড়ে যায়।

কামরুজ্জামান মিন্টু/আরএইচ/জিকেএস

Read Entire Article