আয় কমছে আয়ুষ্মান-রাশমিকার ঠাম্মার

11 hours ago 6
দীপাবলির উৎসবে বলিউডে যত সিনেমা মুক্তি পেয়েছে, তাদের ভিড়ে আয়ুষ্মান খুরানা ও রাশমিকা মন্দানা অভিনীত ‘ঠাম্মা’ যেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। মুক্তির পর প্রথম কয়েক দিন আশার ইঙ্গিত দিলেও, বক্স অফিসে ছবিটির গতি এখন অনেকটাই থমকে গেছে। স্যাকনিল্ক জানিয়েছে, মুক্তির চতুর্থ দিনে ‘ঠাম্মা’ আয় করেছে প্রায় ৯.৫ কোটি রুপি। ফলে ভারতের অভ্যন্তরীণ মোট আয় দাঁড়িয়েছে ৬৫.৫ কোটি রুপিতে। সংখ্যাটা খারাপ নয়, কিন্তু দীপাবলির প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বাজারে তা খুব একটা আশাব্যঞ্জকও নয়। এবারের দীপাবলিতে মুক্তি পাওয়া অন্যান্য সিনেমাগুলোর সঙ্গে তুলনা করলে আয়ুষ্মান-রাশমিকার এই ছবিটি অনেক পিছিয়ে আছে। সিনেমাটি শুধু আয়ের দিক থেকেই পিছিয়ে পরেনি, কমেছে দর্শকের আগ্রহও। যার ফলে ভারতের বিভিন্ন শহরে কমে যাচ্ছে এর শো। অন্যদিকে, তুলনামূলক ছোট পরিসরে মুক্তি পাওয়া ‘এক দিওয়ানে কি দিওয়ানিয়ত’ বরং চমক দেখিয়েছে। অর্ধেকেরও কম প্রদর্শনী থাকা সত্ত্বেও ছবিটি চার দিনে আয় করেছে ২৮.২৫ কোটি রুপি, এবং তার দর্শকধারাও স্থিতিশীল। আদিত্য সরপটদার পরিচালিত ‘ঠাম্মা’-তে অভিনয় করেছেন আয়ুষ্মান খুরানা, রাশমিকা মন্দানা, নওয়াজউদ্দিন সিদ্দিকী, পারেশ রাওয়াল, জানার্দন কদম ও গীতা আগরওয়াল শর্মার মতো তারকারা। সমালোচকদের মতে, ছবিটির গল্পের মধ্যে ঘাটতি রয়ে গেছে। দীপাবলির উৎসবের সময় যখন দর্শক খুঁজছেন বিনোদন ও চমক, ‘ঠাম্মা’ সেখানে কিছুটা ভারী ও একঘেয়ে লাগছে অনেকের কাছে।  
Read Entire Article