আয়নাঘর পরিদর্শন নিয়ে নতুন তথ্য দিলেন ব্রিগেডিয়ার আযমী 

1 month ago 35

সম্প্রতি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আয়নাঘর পরিদর্শনের পর নতুন তথ্য দিলেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুল্লাহিল আমান আযমী।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক টকশোতে আয়নাঘর নিয়ে তিনি কথা বলেন। 

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আয়নাঘর দেখতে যেতে ছয় মাস দেরি হওয়া প্রসঙ্গে আযমী বলেন, সরকারপ্রধানের অনেক কাজ থাকে। আয়নাঘর দেখতে যাওয়া তার টপ প্রায়োরিটি কখনোই হতে পারে না। এটা আমার কমন সেন্স থেকে বলছি। এ প্রশ্নের উত্তর তিনিই দিতে পারবেন।

একই প্রসঙ্গে তিনি বলেন, আমার জানামতে গুম কমিশন সেপ্টেম্বর অথবা অক্টোবরে একবার আয়নাঘরে গিয়েছে। সেপ্টেম্বরে তারা (গুম কমিশন) আমার ইন্টার্ভিউ নিয়েছিল। ইন্টারভিউর বর্ণনা অনুযায়ী তারা রুমগুলো খুঁজে পেয়েছিল ।

একটা বিতর্কিত প্রশ্ন উঠছে, এতদিন পর কেন গেলেন? এ প্রশ্নের জবাবে আযমী বলেন, আমরা আবেগি জাতি, আমরা আবেগ দিয়ে বেশি পরিত্যক্ত হই।

Read Entire Article