ছয় বলের মধ্যে ট্র্যাভিস হেড (৬) ও স্টিভ স্মিথের (৫) বিদায়। জোফরা আর্চার ও মার্ক উডের আঘাতে বড় ধাক্কা লেগেও চাপে পড়তে হয়নি অস্ট্রেলিয়াকে।
ম্যাথু শর্ট ও মার্নাস লাবুশেনের জুটি দলকে স্বস্তিতে ফেরায়। দুজনে মিলে ৯৫ রান যোগ করে বিচ্ছিন্ন হন। লাবুশেন ৪৫ বলে ৪৭ রান করে আদিল রশিদের কাছে আউট হন।
হাফ সেঞ্চুরি করা শর্টও তাকে অনুসরণ করে মাঠ ছাড়েন। ৬৬ বলে ৯ চার ও ১ ছয়ে ৬৩ রান করেন এই ওপেনার।
১৩৬ রানে চার... বিস্তারিত