ইংল্যান্ড সিরিজ শুরুর আগে পান্তকে নিয়ে বড় দুশ্চিন্তায় ভারত

3 months ago 21

খুব বেশি সময় হাতে নেই। ২০ জুন থেকে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ। নতুন অধিনায়ক শুভমান গিলের নেতৃত্বে ভারতীয় দল এই সিরিজে খেলতে নামবে। তার আগে টিম ইন্ডিয়ার জন্য বড় দুশ্চিন্তার খবর। অনুশীলন করার সময় চোট পেয়েছেন রিশাভ পান্ত।

বেকেনহ্যামে অনুশীলনের সময় বাঁ হাতে চোট পেয়েছেন পান্ত। রেভস্পোর্টজের প্রতিবেদন অনুসারে, বলটি আঘাতের কারণে পান্তকে প্রচণ্ড ব্যথায় দেখা গেছে এবং দলের ডাক্তার তাকে আইস প্যাক প্রয়োগ করেছেন।

পান্তের হাতে ব্যান্ডেজ করা হয়েছে। নেট সেশনের বাকি সময় তিনি উপস্থিত থাকতে পারেননি। ফলে দুশ্চিন্তা বেড়েছে ভারতীয় শিবিরে।

যদি পান্ত পুরোপুরি ফিট না হন, তাহলে ভারতীয় দল ধ্রুব জুরেলকে উইকেটরক্ষক হিসেবে খেলাতে পারে। টেস্ট সিরিজ শুরুর আগে ভারতের জাতীয় দল ১৩ জুন থেকে ভারত 'এ' দলের বিরুদ্ধে একটি আন্তঃস্কোয়াড ম্যাচ খেলবে।

এমএমআর/এমএস

Read Entire Article