ইংল্যান্ডকে গার্দিওলার নীতি টোটকা হিসেবে দিলেন প্রিন্স উইলিয়ামস

3 months ago 32

প্রথম ম্যাচে কোনোমতে জয় এবং দ্বিতীয় ম্যাচে ড্র করে ভক্ত সমর্থকদের মনের আশা মেটাতে পারেনি ইংল্যান্ড। দলে প্রতিভার অভাব নেই, কিন্তু দল হিসেবে ঠিক খেলতে পারছে না তারা। মনোবলও তাদের তলানিতে। কিন্তু দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে গ্রুপের প্রথম স্থানে থাকলেও শেষ ম্যাচে অঘটন ঘটলে পাল্টে যেতে পারে দৃশ্যপট।

মহাগুরুত্বপূর্ণ শেষ ম্যাচে নামার আগে এবার দলকে সাহস জোগাতে পেপ গার্দিওলার নীতিটাই ভেতরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করলেন প্রিন্স অফ ওয়েলস প্রিন্স উইলিয়ামস।

এটাতে পৃথিবী ধ্বংস হয়ে যায়নি এমন মন্তব্য করেছেন তিনি। তার করা মন্তব্যের বরাত দিয়ে মিডফিল্ডার এডাম হোয়ার্টন বলেন, ‘সে আমাদের সবাইকে ইতিবাচক থাকতে বলেছে। এটাতে পৃথিবী ধ্বংস হয়ে যায়নি এমনটাও বলেছেন তিনি। আমরা গ্রুপের শীর্ষে অবস্থান করছি। আমরা কোনো ম্যাচ হারিনি এবং আমরা একটি ড্র করেছি। আমাদের ম্যাচগুলো নিয়ে ভাবতে হবে, কীভাবে আমরা আরো ভালো খেলতে পারবো। একটা টুর্নামেন্টে এভাবেই আপনি উন্নতি করতে পারবেন।’

স্লোভেনিয়ার বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচে জয় পেলেই গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ ষোলোতে জায়গা করে নিবে ইংল্যান্ড।

আরআর/এমএইচ/

Read Entire Article