ইংল্যান্ডকে বিদায় করে সম্ভাবনা টিকিয়ে রাখলো আফগানিস্তান

3 hours ago 10

টান টান উত্তেজনা। হারলেই বিদায়। এমন কঠিন পরিস্থিতিতে আফগানিস্তানের করা ৩২৫ রানের জবাব দিতে নেমে শেষ ওভারে এসে ধরা খেতে হলো শক্তিশালী ইংল্যান্ডকে। শেষ ওভারে প্রয়োজন ছিল ১৩ রানের। আদিল রশিদ ও মার্ক উড মিলে এই রান তুলতে ব্যর্থ হলেন। ওভারের ৫ম বলে আউট হয়ে গেলেন আদিল রশিদ।

শ্বাসরুদ্ধকর ম্যাচে ইংল্যান্ডকে ৮ রানে হারিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় করে দিলো আফগানিস্তান। আফগানদের করা ৩২৫ রানের জবাবে ব্যাট করতে নেমে মিডিয়াম পেসার আজমতউল্লাহ ওমরজাইয়ের বোলিং তোপে ইংল্যান্ড ৪৯.৫ ওভারে অলআউট হলো ৩১৫ রানে। ৫ উইকেট নেন ওমরজাই।

ইবরাহিম জাদরানের ১৭৭ রানের জবাব সেঞ্চুরি করেন জো রুটও। ইংল্যান্ডের এই অভিজ্ঞ ব্যাটার আউট হলেন ১২০ রান করে। তবে ইংল্যান্ডের হয়ে বাকি ব্যাটাররা খুব বড় ইনিংস খেলতে পারেননি। নিয়মিত বিরতিতেই পড়েছে উইকেট। যার ফলে ৮ রান দুরে থাকতে থেমে যেতে হলো তাদের।

প্রথম ম্যাচে আফগানিস্তান দক্ষিণ আফ্রিকার কাছে ১০৭ রানের বিশাল ব্যবধানে হেরে গিয়েছিলো। ইংল্যান্ডও হেরেছিলো প্রথম ম্যাচে। অস্ট্রেলিযার বিপক্ষে ৩৫১ রান করেও হারতে হয়েছিলো তাদের। অস্ট্রেলিয়া ৫ উইকেটে জয় ছিনিয়ে নেয়।

আজ দুই দলের সামনেই টিকে থাকার লড়াই। এই লড়াইয়ে হারলেই বিদায়। কারণ, অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচ পরিত্যক্ত হওয়ায় পয়েন্ট ভাগাভাগি হয়ে যায়। দু’দলের পকেটেই আছে ৩টি করে পয়েন্ট। সুতরাং, আফগানিস্তান-ইংল্যান্ডের মধ্যকার ম্যাচে হারলেই বিদায় নিশ্চিত। এমন পরিস্থিতিতে ৮ রানে হেরে বিদায় হয়ে গেলো ইংল্যান্ডেরই।

শেষ ম্যাচে আফগানিস্তান যদি অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয় তাহলে সেমিতে উঠবে তারাই। আফগানরা হারলে সেমিতে উঠবে দক্ষিণ আফ্রিকা আর অস্ট্রেলিয়াই। কারণ তাদের রয়েছে ৩টি করে পয়েন্ট।

আফগানদের ছুঁড়ে দেয়া ৩২৫ রানের চ্যালেঞ্জ মোকাবেলা করতে নেমে ইংল্যান্ডের শুরুটাও ভালো হয়নি। ১২ রান করে আউট হয়ে যান ওপেনার ফিল সল্ট। ওয়ানডাউনে নামা জেমি স্মিথ আউট হন ৯ রান করে। ৩০ রানে ২ উইকেট হারানোর পর বেন ডাকেট ও জো রুট মিলে গড়েন ৬৮ রানের জুটি।

৪৫ বলে ৩৮ রান করে দলীয় স্কোর ৯৮ রানের মাথায় আউট হয়ে যান বেন ডাকেট। এরপর হ্যারি ব্রুক মাঠে নেমে আউট হন ২১ বলে ২৫ রান করে। ৪২ বলে ৩৮ রান করে আউট হন অধিনায়ক জস বাটলার। ৮ বলে ১০ রান করেন লিয়াম লিভিংস্টোন।

২৮ বলে ৩২ রান করে আউট হন জেমি ওভারটন। জোফরা আরচার করেন ১৪ রান। ৫ রান করে আউট হলেন আদিল রশিদ। আফগানদের হয় ৫ উইকেট নিলেন আজমতউল্লাহ ওমরজাই। ২উইকেট নেন মোহাম্মদ নবি, ১টি করে উইকেট নেন ফজলহক ফারুকি, রশিদ খান ও গুলবাদিন নাইব।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ইবরাহিম জাদরানের ১৭৭ রানের ওপর ভর করে ৩২৫ রান করে আফগানিস্তান।

আইএইচএস/

Read Entire Article