দুই দশকেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেট মাতাচ্ছেন সাকিব আল হাসান। জাতীয় দল থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে এই অভিজ্ঞ অলরাউন্ডারের। এতদিন তার বোলিং অ্যাকশন নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি। তবে ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে সাকিবের বোলিং নিয়ে প্রশ্ন তুলেছিল ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটের কর্তৃপক্ষ।
গত সেপ্টেম্বরে দীর্ঘ ১৩ বছর পর ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে ফেরেন সাকিব। সারের হয়ে সমারসেটের বিপক্ষে ম্যাচ খেলতে নেমেছিলেন তিনি। প্রথম ইনিংসে ৪ উইকেট এবং দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়ে দুর্দান্ত পারফর্ম করেন সাকিব। তবে সেই ম্যাচেই তার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন আম্পায়াররা। ফলে ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে খেলতে হলে তাকে বোলিং অ্যাকশন পরীক্ষায় উত্তীর্ণ হতে বলা হয়।
চলতি মাসের শুরুতে বার্মিংহামের লাফবরো ইউনিভার্সিটির মেডিকেল বিভাগে তার বোলিং অ্যাকশনের পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষায় মোট চার ওভার বল করেন সাকিব, যেখানে ২৪টি ডেলিভারি বিশ্লেষণ করা হয়। পরীক্ষার পর বিশেষজ্ঞরা কোনো ত্রুটি পাননি। ফলে সাকিবের ওপর থাকা সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে কাউন্টি কর্তৃপক্ষ।
এখন সাকিবের জন্য ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটের দরজা আবারও খুলে গেছে। তার বোলিং অ্যাকশন পরীক্ষায় উতরে যাওয়ার মাধ্যমে যেকোনো কাউন্টি লিগে দলে খেলার আর কোনো বাধা নেই।
উল্লেখ্য, ২০০৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে সাকিব আল হাসান এখন পর্যন্ত ৪৪৭টি আন্তর্জাতিক ম্যাচে অংশ নিয়ে ৭১২টি উইকেট নিয়েছেন।