ইংল্যান্ডের ইউরো স্কোয়াডে নেই গ্রিলিশ, ম্যাডিসন ও ম্যাগুইরে

3 months ago 47

চলতি ক্লাব মৌসুমটা তেমন ভালো কাটেনি ম্যানচেস্টার সিটির তারকা ফুটবলার জ্যাক গ্রিলিশের। অন্যদিকে ইনজুরির সঙ্গে দীর্ঘদিন ধরেই লড়াই করে চলছেন হ্যারি ম্যাগুইরে। এই দুই তারকা ফুটবলারকে ইউরো চ্যাম্পিয়নশিপের দল থেকে বাদ দিয়েছেন কোচ গ্যারেথ সাউথগেট। তাছাড়া আরো বাদ পড়েছেন টটেনহ্যামদের মিডলফিল্ডার জেমস ম্যাডিসন।

জার্মানিতে অনুষ্ঠিত হতে যাওয়া এবারের ইউরোকে সামনে রেখে ২৬ সদস্যের স্কোয়াড চূড়ান্ত করেছেন সাউথগেট। যেখানে এই তিন ফুটবলারের জায়গা হয়নি। মূলত ইনজুরির কারণে ছিটকে গেছেন ম্যাগুইরে। কিন্তু গ্রিলিশ ও ম্যাডিসনকে কৌশলগত দিক বিবেচনা করে বাদ দেওয়া হয়েছে বলে গুঞ্জন শোনা যাচ্ছে।

২৮ বছর বয়সী গ্রিলিশ বসনিয়া বিপক্ষে সম্প্রতি প্রীতি ম্যাচে বদলি হিসেবে দারুণ পারফরম্যান্স দেখালেও কোচের মন গলাতে পারেননি। ম্যানচেস্টার সিটির হয়ে চলতি মৌসুমে উয়েফা সুপার কাপ, ক্লাব ওয়ার্ল্ড কাপ ও ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছেন গ্রিলিশ। শুক্রবারের ভেতর ২৬ সদস্যের ইউরো স্কোয়াড চূড়ান্ত করার ব্যাপারে যে নির্দেশনা ছিল সেটি মেনেই উক্ত খেলোয়াড়দের বাদ দেওয়া হয়েছে।

আরআর/আইএইচএস/

Read Entire Article