দলীয় সংগ্রহ ২ উইকেটে ৩০৪ রান। স্কোরকার্ডে এই রান দেখলে যে কারো মনে হতে পারে, এটি ওয়ানডে অথবা টেস্ট ইনিংস। কিন্তু না। এটি একটি টি-টোয়েন্টি ইনিংস বা ২০ ওভারের ফরম্যাটেই ঘটেছে। শুক্রবার ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে তুলোধুনো করে এই স্কোর গড়েছে ইংল্যান্ড।
ইংলিশদের রানের বন্যায় রীতিমতো ভেসে গেছে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের ১৫৮ রানে অলআউট করে ১৪৬ রানের বিশাল জয় তুলে নিয়েছে ইংল্যান্ড।
এমএইচ/এএসএম