ইআইইউর শিক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গে ডিএমপির বক্তব্য

2 months ago 6

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইআইইউ) শিক্ষার্থীদের আন্দোলন এবং পুলিশের অবস্থান নিয়ে বিবৃতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শনিবার (২১ জুন) দুপুরে এ বিবৃতি দেওয়া হয়। 

বিবৃতিতে বলা হয়, ইআইইউ শিক্ষার্থীদের একাংশের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল সাড়ে ৮টায় নতুনবাজার মোড়ে ৩০-৪০ জন শিক্ষার্থী অবস্থান নিয়ে শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে রাস্তা অবরোধ করে। এতে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। কর্মসূচির শুরুতে কয়েক দফায় আন্দোলনকারীদের সাথে দায়িত্বরত পুলিশ সদস্যরা আলোচনা করেন এবং জনগণের চলাচলের পথে বাধা সৃষ্টি না করে রাস্তা ছেড়ে দিতে অনুরোধ করেন। 

এতে বলা হয়, বারবার অনুরোধ সত্ত্বেও জনগণের চলাচলের রাস্তা না ছাড়ায় জনগণের ভোগান্তি হ্রাসকল্পে সকাল সাড়ে ১০টায় দায়িত্বরত পুলিশ সদস্যরা আন্দোলনকারীদের রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি হয় এবং পুলিশ আন্দোলনকারীদের রাস্তা থেকে সরিয়ে দেয়। পরবর্তীতে সকাল পৌনে ১১টায় আন্দোলনরত শিক্ষার্থীরা পুনরায় রাস্তা দখল করে আন্দোলন শুরু করে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও শিক্ষার্থীদের সাথে আলোচনা করে উদ্ভূত সমস্যা সমাধানের চেষ্টা অব্যাহত আছে।

বিবৃতিতে আরও বলা হয়, পুলিশ শান্তিপূর্ণভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছে এবং কোনোরূপ বলপ্রয়োগ ব্যতীত আলোচনার মাধ্যমে ওই সমস্যা সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছে তথাপি কেউ কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করছেন যা একেবারেই ভিত্তিহীন। এমতাবস্থায়, ওই ঘটনা নিয়ে অহেতুক বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো। বাড্ডা-কুড়িল রোডের এক পাশে যানবাহন চলাচল অব্যাহত আছে।

Read Entire Article