ইউএনওর অপসারণ দাবিতে পাথরঘাটায় বিএনপি প্রার্থীর নেতৃত্বে বিক্ষোভ

বরগুনার পাথরঘাটা উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইশরাত জাহানের অপসারণ দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে ইউএনও কার্যালয়ের নিচে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভে নেতৃত্ব দেন বরগুনা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি। এ সময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, মনোনয়নপত্র জমা দেওয়ার উদ্দেশ্যে নুরুল ইসলাম মনি ইউএনও কার্যালয়ে গেলে ইউএনও দীর্ঘ সময় বাথরুমে অবস্থান করে সময়ক্ষেপণ করেন। এতে ক্ষুব্ধ হয়ে বিএনপি প্রার্থী ও নেতাকর্মীরা কার্যালয়ের নিচে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন এবং ইউএনওর অপসারণ দাবি করেন। বিক্ষোভ শেষে বিএনপি নেতাকর্মীরা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে এক তাৎক্ষণিক সংবাদ সম্মেলন করেন। সেখানে আবারও ইউএনও ইশরাত জাহানের অপসারণ দাবি জানানো হয়। এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ইউএনওর অপসারণ দাবিতে পাথরঘাটায় বিএনপি প্রার্থীর নেতৃত্বে বিক্ষোভ

বরগুনার পাথরঘাটা উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইশরাত জাহানের অপসারণ দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে ইউএনও কার্যালয়ের নিচে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভে নেতৃত্ব দেন বরগুনা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি। এ সময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, মনোনয়নপত্র জমা দেওয়ার উদ্দেশ্যে নুরুল ইসলাম মনি ইউএনও কার্যালয়ে গেলে ইউএনও দীর্ঘ সময় বাথরুমে অবস্থান করে সময়ক্ষেপণ করেন। এতে ক্ষুব্ধ হয়ে বিএনপি প্রার্থী ও নেতাকর্মীরা কার্যালয়ের নিচে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন এবং ইউএনওর অপসারণ দাবি করেন।

বিক্ষোভ শেষে বিএনপি নেতাকর্মীরা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে এক তাৎক্ষণিক সংবাদ সম্মেলন করেন। সেখানে আবারও ইউএনও ইশরাত জাহানের অপসারণ দাবি জানানো হয়। এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow