ইউনাইটেড ন্যাশনস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের (ইউএনসিএ) সদস্য পদ থেকে বিদায় নিয়েছেন মুশফিকুল ফজল আনসারী। রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হওয়ায় এই মঞ্চ থেকে তার এই বিদায়।
রোববার (১৫ ডিসেম্বর) বিষয়টি নিয়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন।
মুশফিকুল ফজল আনসারী তার পোস্টে লিখেছেন, ইউনাইটেড ন্যাশনস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের (ইউএনসিএ) সদস্য পদ থেকে বিদায় নিলাম। প্রথম বাংলাদেশি সদস্য হিসেবে এই মর্যাদাপূর্ণ সংগঠনে যোগদান ছিল একই সঙ্গে আনন্দময় এবং চ্যালেঞ্জিং। এর আগে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের সদস্য পদ থেকেও সাময়িক বিরতি নিয়েছি।
আরও পড়ুন
রক্তস্নাত বিপ্লবের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে আমার সর্বোচ্চ সামর্থ্য দিয়ে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। আজকের সরকারপ্রধানের কাছ থেকে শিখেছি যে, সরকারের অনুকম্পা বা অসহযোগিতার পরোয়ানা না করেও বিশ্বমঞ্চে সরব উপস্থিতি নিশ্চিত করা যায় এবং দেশের জন্য কাজ করা যায়।
আমার লক্ষ্য কখনোই পদ বা পদায়ন নয়। ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে। দেশকে সার্ভ করার ক্ষেত্রে আমার অবস্থান থাকবে দৃঢ় এবং জাতীয় স্বার্থ রক্ষায় অটুট।
কেএইচ/এসআইটি/এমএস