ইউক্রেন ইস্যুতে ট্রাম্পের ওপর চাপ সৃষ্টির আহ্বান জার্মানির

6 hours ago 5

ইউক্রেনের শান্তি আলোচনার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করার আহ্বান জানিয়েছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক । তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে ন্যাটো মিত্রদের পাশে দাঁড়াতে এবং ইউক্রেনের ওপর কোনো অন্যায় শান্তির চাপ না দেওয়ার জন্য মার্কিন প্রশাসনের ওপর প্রভাব ফেলতে হবে। 

বেয়ারবক সতর্ক করে বলেছেন, কিয়েভের সম্মতি ছাড়া রাশিয়াকে ইউক্রেনীয় ভূখণ্ড দেওয়ার কোনো চুক্তি ব্যর্থ হবে। তিনি আরও বলেন, একটি মিথ্যা শান্তি, যা ব্ল্যাকমেইল বা আত্মসমর্পণ হিসেবে কাজ করে, তা আসলে শান্তি নয় বরং আরও সহিংসতা সৃষ্টি করবে।

এদিকে রাশিয়ার রোসাটম কোম্পানি ইরানে একটি নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বিষয়ে আলোচনা করছে এবং এ বিষয়ে স্থান চিহ্নিত করা হয়েছে। ইরান রোসাটমের সঙ্গে শুধু বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রই নয়, ছোট পারমাণবিক কেন্দ্র নির্মাণেও সহযোগিতা করতে চায়।

এ ছাড়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তা, জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল চার্লস কিউ ব্রাউন জুনিয়রকে বরখাস্ত করেছেন। নতুন চেয়ারম্যান হিসেবে বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত জেনারেল ড্যান কেইন নিযুক্ত হচ্ছেন। 

অন্যদিকে, ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে তাদের হামলা অব্যাহত রেখেছে, যার কারণে জাতিসংঘ উদ্বিগ্ন। গাজায় ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি ৩৫০ বার লঙ্ঘন করেছে, যার মধ্যে মানবিক প্রোটোকল বাস্তবায়নে বাধা দেয়া ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। সূত্র: পার্সটুডে

Read Entire Article