ইউক্রেন টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করলে প্রতিক্রিয়া হবে ‘ভয়াবহ’

13 hours ago 6

ইউক্রেন টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করলে ‘ভয়াবহ’ প্রতিক্রিয়া জানানো হবে বলে সতর্ক করলো রাশিয়া। কিয়েভের হাতে যুক্তরাষ্ট্রের এই ক্ষেপণাস্ত্র যেতে পারে- এমন খবরের পর এই হুঁশিয়ারি দিলো ক্রেমলিন।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্পষ্ট করে বলেছেন, যদি এসব ক্ষেপণাস্ত্র রাশিয়ার ভূখণ্ডে হামলার জন্য ব্যবহৃত হয়, তবে ‘গুরুতর ও প্রবল প্রতিক্রিয়া’ দেখাবে মস্কো।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ক্রেমলিনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পুতিন বলেন, এটি পরিস্থিতিকে আরও উত্তপ্ত করার চেষ্টা। তবে যদি এই ধরনের অস্ত্র রুশ ভূখণ্ডে হামলায় ব্যবহার করা হয়, প্রতিক্রিয়া হবে অত্যন্ত গুরুতর, বলা যায়, অভূতপূর্ব। তাদের এ নিয়ে ভালোভাবে চিন্তা করা উচিত।

এরপর দৈনন্দিন সংবাদ ব্রিফিংয়ে পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ ওই সতর্কবার্তার ব্যাখ্যা দেন। তিনি বলেন, পুতিনের মন্তব্যটি ক্ষেপণাস্ত্র সরবরাহ নয়, বরং রুশ ভূখণ্ডে হামলার প্রচেষ্টার বিষয়ে ছিল।

পেসকভ বলেন, আপনারা ভুল বুঝেছেন। প্রেসিডেন্ট বলেছেন, টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহ নয়, বরং এগুলো ব্যবহার করে রাশিয়ার গভীরে হামলার চেষ্টা করা হলে তখনই প্রবল প্রতিক্রিয়া জানানো হবে।

রুশ সংবাদ সংস্থা তাসকে পেসকভ আরও বলেন, প্রেসিডেন্টের বক্তব্য এতটাই স্পষ্ট ও পরিপূর্ণ ছিল যে, এর বাইরে কিছু যোগ করার নেই।

এছাড়া তিনি জানিয়েছেন, রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক ‘বাতিল নয়, বরং স্থগিত’ করা হয়েছে। বৈঠকটি নিকট ভবিষ্যতে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

এর আগে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, নতুন নিষেধাজ্ঞাগুলো ইউক্রেন যুদ্ধের অবসানের জন্য কূটনৈতিক প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করার ঝুঁকি নিয়েছে এবং এটি তাদের বিরুদ্ধে ‘শক্তিশালী প্রতিরোধ ক্ষমতা’ তৈরি করে।

ট্রাম্প তার মেয়াদের শুরুতে রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদার করার চেষ্টা করেছিলেন; কিন্তু পুতিন যুদ্ধবিরতিতে রাজি না হওয়ায় তিনি ক্রমশ হতাশ হয়ে পড়েন। তিনি অভিযোগ করেন, পুতিনের সঙ্গে শান্তি আলোচনা কোথাও এগোচ্ছে না।

কয়েক মাস ধরে রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার বিষয়ে তেমন গুরুত্বারোপ করেননি তিনি। কিন্তু বুদাপেস্টে পুতিনের সঙ্গে বৈঠকের পরিকল্পনা ভেঙে যাওয়ার পর তার ধৈর্য ভেঙে যায়। অন্যদিকে, নতুন নিষেধাজ্ঞা ও শীর্ষ সম্মেলন স্থগিত হওয়ার পরেও পুতিন সংলাপের জন্য উন্মুক্ত বলে মনে হচ্ছে।

পুতিন সাংবাদিকদের বলেন, সংলাপ সর্বদা সংঘর্ষ বা যে কোনো বিরোধের চেয়ে, বিশেষ করে যুদ্ধের চেয়ে ভালো। আমরা সর্বদা সংলাপ অব্যাহত রাখার পক্ষে সমর্থন জানিয়েছি। তবে যদি রুশ ভূখণ্ডে মার্কিন টমাহক ক্ষেপণাস্ত্র হামলা চালালে তার প্রতিক্রিয়া হবে খুব শক্তিশালী।

সূত্র: বিবিসি

এসএএইচ

Read Entire Article