ইউক্রেন নিয়ে জার্মানির নতুন পরিকল্পনা

দীর্ঘ তিন বছরেরও বেশি সময় ধরে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে। এই যুদ্ধের ফলে ইউক্রেনে বহু মানুষ হতাহত হয়েছে এবং দুই দেশের হাজার হাজার সেনাও মারা গেছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র এই যুদ্ধ শেষ করার জোর চেষ্টা করলেও তাতে সায় দিচ্ছে না ইউরোপীয় জোট। এরই মাঝে এবার ইউক্রেনের স্বার্থ রক্ষায় দেশটিতে ইউরোপীয় নেতৃত্বাধীন বহুজাতিক ফোর্স পাঠানোর কথা জানিয়েছে জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মের্ৎস। মঙ্গলবার পাবলিক ব্রডকাস্টার ডেজডিএফকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমন চাঞ্চল্যক তথ্য জানিয়েছেন।  জার্মান চ্যান্সেলর বলেন, ইউক্রেনে বহুজাতিক ফোর্স মোতায়েনের ক্ষেত্রে শুধু ইউরোপের দেশই যুক্ত থাকবে না, এতে কানাডা, অস্ট্রেলিয়াসহ আরও একাধিক দেশ অংশ নেবে। গত দুই দিন ধরে জার্মানির বার্লিনে ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর এমন সিদ্ধান্তের কথা জানালেন ফ্রেডরিক মের্ৎস। ইউরোপের নেতৃত্বধীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থিত এই বাহিনী ইউক্রেনের আকাশ ও সমুদ্র নিরাপত্তায় কাজ করবে। তবে পুতিন দীর্ঘদিন ধরেই হুমকি দিয়ে আসছেন তিনি ইউক্রেনে বিদেশি কোনো সৈন্য মোতায়েন মেনে নেবেন না।  তবে জার্মান চ্যান্স

ইউক্রেন নিয়ে জার্মানির নতুন পরিকল্পনা

দীর্ঘ তিন বছরেরও বেশি সময় ধরে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে। এই যুদ্ধের ফলে ইউক্রেনে বহু মানুষ হতাহত হয়েছে এবং দুই দেশের হাজার হাজার সেনাও মারা গেছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র এই যুদ্ধ শেষ করার জোর চেষ্টা করলেও তাতে সায় দিচ্ছে না ইউরোপীয় জোট। এরই মাঝে এবার ইউক্রেনের স্বার্থ রক্ষায় দেশটিতে ইউরোপীয় নেতৃত্বাধীন বহুজাতিক ফোর্স পাঠানোর কথা জানিয়েছে জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মের্ৎস। মঙ্গলবার পাবলিক ব্রডকাস্টার ডেজডিএফকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমন চাঞ্চল্যক তথ্য জানিয়েছেন। 

জার্মান চ্যান্সেলর বলেন, ইউক্রেনে বহুজাতিক ফোর্স মোতায়েনের ক্ষেত্রে শুধু ইউরোপের দেশই যুক্ত থাকবে না, এতে কানাডা, অস্ট্রেলিয়াসহ আরও একাধিক দেশ অংশ নেবে।

গত দুই দিন ধরে জার্মানির বার্লিনে ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর এমন সিদ্ধান্তের কথা জানালেন ফ্রেডরিক মের্ৎস। ইউরোপের নেতৃত্বধীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থিত এই বাহিনী ইউক্রেনের আকাশ ও সমুদ্র নিরাপত্তায় কাজ করবে। তবে পুতিন দীর্ঘদিন ধরেই হুমকি দিয়ে আসছেন তিনি ইউক্রেনে বিদেশি কোনো সৈন্য মোতায়েন মেনে নেবেন না। 

তবে জার্মান চ্যান্সেলর জানান, তারা এমন পরিস্থিতি তৈরি করবেন যাতে রাশিয়া এই প্রস্তাব মেনে নিতে বাধ্য হয়। এদিকে ইউরোপের কাছে থাকা রুশ সম্পদ জব্দ করা নিয়ে বৃহস্পতিবার ব্রাসেলসে বৈঠকে বসছেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা। এতে ২৭ দেশের নেতারা অংশ নেবে।

এদিকে দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধকে ঘিরে ইউরোপে সবচেয়ে বড় একটি মানবিক সংকট সৃষ্টি হয়েছে। তবে এ নিয়ে সহজে সমাধান মিলবে কিনা তা নিয়ে জোর আলোচনা-সমালোচনা চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow