ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার ১০০ সেনা নিহত

2 months ago 34

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে মাঠে আছে উত্তর কোরিয়ার সেনা। দক্ষিণ কোরিয়া ও তার মিত্ররা বরাবর এ ধরনের অভিযোগ করে আসছে। এবার উত্তর কোরিয়ার সেনা নিহতের খবর জানালেন দক্ষিণ কোরিয়ার একজন এমপি।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, এই মাসের শুরুতে রাশিয়ার পক্ষে যুদ্ধ শুরুর পর থেকে কমপক্ষে ১০০ উত্তর কোরিয়ার সৈন্য নিহত হয়েছে। পার্লামেন্টে দেশটির জাতীয় গোয়েন্দা সংস্থা ব্রিফ করার পর এমপি লি সুং-কোয়ান সাংবাদিকদের এ কথা বলেন।  তিনি জানান, আরও এক হাজার সেনা আহত হয়েছেন। তাদের মধ্য থেকেও অনেকে মারা যেতে পারেন।

তিনি বলেন, হতাহতদের মধ্যে উচ্চপদস্থ কর্মকর্তারা আছেন। সৈন্যদের ভূখণ্ড এবং ড্রোন যুদ্ধের সাথে পরিচিতির অভাবে হতাহতের সংখ্যা বাড়ছে। 

উত্তর কোরিয়ার হতাহতের প্রথম রিপোর্ট এই সপ্তাহের শুরুতে এসেছিল। অক্টোবরে জানা যায়, উত্তর কোরিয়া রাশিয়ার হয়ে যুদ্ধ করতে ১০ হাজার সৈন্য পাঠিয়েছে।

ইউক্রেনের কর্মকর্তারা বলছেন, রাশিয়া তাদের প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ লুকাতে চাচ্ছে। আর তাই কুরস্ক অঞ্চলে চলমান অভিযানে উত্তর কোরিয়ার সেনাদের ব্যবহার করা হচ্ছে। কিন্তু অপ্রস্তুত এই সেনারা যুদ্ধের ময়দানে গিয়ে বেঘোরে মারা পড়ছে।

প্রসঙ্গত, ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সর্বদা সমর্থন করবে উত্তর কোরিয়া। দেশটির নেতা কিম জং উন এ প্রতিশ্রুতি দিয়েছেন। নভেম্বরে কিম বলেছেন, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার সরকার ও সেনাবাহিনীর সাম্প্রতিক পাল্টা আক্রমণ মার্কিন, পশ্চিম এবং কিয়েভকে কঠোর বার্তা দেওয়ার জন্য একটি সময়োপযোগী এবং কার্যকর পদক্ষেপ। আধিপত্যের খায়েশে সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে রাশিয়ার সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষার নীতিকে সমর্থন করে উত্তর কোরিয়া।

উত্তর কোরিয়ার নেতা এই বছরের জুনে পিয়ংইয়ং শীর্ষ সম্মেলনের স্মৃতি স্মরণ করেন। সে সময় সম্পাদিত উত্তর কোরিয়া-রাশিয়ার মধ্যকার চুক্তির অধীনে রাজনীতি, অর্থনীতি এবং সামরিক বিষয়সহ সকল ক্ষেত্রে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও সম্প্রসারিত ও বিকাশের ইচ্ছা প্রকাশ করেন তিনি।

Read Entire Article