ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে যোগ দিল ৩৬ দেশের সেনা

2 hours ago 5

রাশিয়ার পক্ষে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করছে ভিনদেশীরা। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দীর্ঘদিন থেকে এ দাবি করে আসছেন। দক্ষিণ কোরিয়া ব্যাপক তথ্যপ্রমাণ উপস্থাপন করে উত্তর কোরিয়ার সেনাদের সক্রিয় অংশগ্রহণের অভিযোগও করেছে। এ ছাড়া এশিয়ার দেশ থেকেও নাগরিকরা রাশিয়ার পক্ষে যুদ্ধে যাচ্ছে বলে হরহামেশা শোনা যাচ্ছে। এবার আফ্রিকার ৩৬টি দেশের ১ হাজার ৪০০ জনের বেশি মানুষ রাশিয়ার পক্ষে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিয়েছে। 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই সাইবিহা নতুন দাবিটি করেছেন। পাশাপাশি তিনি সতর্কবার্তা উচ্চারণ করেন। তিনি বলেন, নাগরিকদের এ যুদ্ধে যোগ দেওয়ার ব্যাপারে সতর্ক করুন। আফ্রিকার সরকারগুলোর প্রতি এটি আমার আহ্বান।

শুক্রবার ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, রাশিয়ার সেনাবাহিনীতে বিদেশি নাগরিকদের কোনো প্রস্তুতি ছাড়াই সম্মুখ সমরে পাঠিয়ে দেওয়া হচ্ছে। রাশিয়া আফ্রিকার নাগরিকদের যুদ্ধে অংশ নিতে সামরিক চুক্তি স্বাক্ষরে প্রলুব্ধ করছে। অথচ যথাযথ প্রশিক্ষণও পাচ্ছে না। ফলে তারা এক মাসের বেশি জীবিত থাকতে পারছেন না। বিষয়টি খুবই মর্মান্তিক।

ইউক্রেনের দাবিটি অমূলক নয়। কারণ, আফ্রিকার কয়েকটি দেশের সরকার স্বীকার করেছে, তাদের নাগরিকরা ইউক্রেনের বিরুদ্ধে লড়াই করতে রুশ বাহিনীতে যোগ দিয়েছেন। 

দক্ষিণ আফ্রিকা জানিয়েছে, তাদের ১৭ জন নাগরিক রাশিয়ার ভাড়াটে বাহিনীতে যোগ দিয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ছাড়া কেনিয়াও নাগরিকদের অংশগ্রহণ স্বীকার করে নিয়েছে। তাবে দেশগুলো দাবি করেছে, প্রলোভন বা প্রতারণামূলক উপায়ে তাদের নাগরিকদের রুশ বাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

Read Entire Article