ইউক্রেন সেনাবাহিনীর প্রধান মনোরোগ বিশেষজ্ঞ গ্রেপ্তার

3 hours ago 5

ইউক্রেন সেনাবাহিনীর প্রধান মনোরোগ বিশেষজ্ঞকে গ্রেপ্তার করা হয়েছে। ইউক্রেনের প্রধান অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা সিকিউরিটি সার্ভিস অব ইউক্রেন (এসবিইউ) তাকে গ্রেপ্তার করেছে। খবর দ্য কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট ও বিবিসির।

এসবিইউ গ্রেপ্তারের বিষয়টি জানালেও ওই ব্যক্তির নাম প্রকাশ করেনি। তবে অন্যান্য সময় ওলেহ ড্রুজ নামের এক ব্যক্তিকে ইউক্রেন সেনাবাহিনীর প্রধান মনোরোগ বিশেষজ্ঞ হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল।

এক বিবৃতিতে এসবিইউ জানায়, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ১০ লাখ ডলারের বেশি পরিমাণ অর্থ অবৈধভাবে আয়ের অভিযোগ এসেছে। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর তিনি এসব অর্জন করেন।

তারা আরও বলেছে, রাজধানী কিয়েভ ও এর আশপাশের এলাকায় অভিযুক্ত ব্যক্তির তিনটি এবং ওদেসায় একটি অ্যাপার্টমেন্টের খোঁজ মিলেছে। এ ছাড়া জমি, বিলাসবহুল গাড়িসহ নগদ টাকা আছে তার। এসব কালো টাকা হওয়ায় তিনি সবটা ব্যাংকে না রেখে বাড়িতে লুকিয়ে রেখেছিলেন। গ্রেপ্তার অভিযানে তার বাড়ি থেকে ১ লাখ ৫২ হাজার ডলার এবং ৩৪ হাজার পাউন্ড উদ্ধার করা হয়।


গ্রেপ্তার ব্যক্তি দুর্নীতি ঢাকতে স্থাবর সম্পত্তি তার স্বজনদের নামে নিবন্ধিত করান। কিন্তু সেসব তিনি নিজেই ভোগ করতেন। এ ছাড়া কোনো ঘোষণাপত্রে তিনি আয় বহির্ভূত স্থাবর-অস্থাবর সম্পদের তথ্য দেননি।

দেশটির কর্তৃপক্ষ বলছে, তাকে আদালতে তোলা হবে। তার বিরুদ্ধ আইনি প্রক্রিয়া চলছে। এ ধরনের অপরাধে তার বড় সাজা হতে পারে।

Read Entire Article