ইউক্রেনে তাপবিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা, শীতে কষ্টে মানুষ

1 month ago 25

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনের মিকোলাইভ শহরের একটি তাপবিদ্যুৎকেন্দ্র বিধ্বস্ত হয়েছে। এতে তীব্র শীতের মধ্যে ৪৬ হাজার মানুষ বিদ্যুৎহীন অবস্থায় রাত কাটাতে বাধ্য হয়েছে। ইউক্রেনের প্রধানমন্ত্রী ড্যানিস শিমহাল জানিয়েছেন, এই হামলা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে যাতে শূন্যের নিচে তাপমাত্রায় মানুষকে শীতের মধ্যে রেখে মানবিক বিপর্যয় সৃষ্টি করা যায়।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হামলার প্রভাব নিয়ে বলেছেন, এক লাখ মানুষের জন্য শীতের মধ্যে বিদ্যুৎ ও তাপ নেই। তিনি আরও জানান, এই শহরের বেসামরিক অবকাঠামো সাধারণ এবং হামলার সঙ্গে সম্মুখ যুদ্ধের কোনো সম্পর্ক নেই। মিকোলাইভের বাসিন্দাদের শীত থেকে রক্ষা করার জন্য তারা কাজ করছেন এবং তাপের ব্যবস্থা পুনরায় চালু করার চেষ্টা করছেন।

রাশিয়া ১৪৩টি ড্রোন নিয়ে ইউক্রেনে হামলা চালিয়েছে। ইউক্রেনের সামরিক বাহিনী ৯৫টি ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছে, তবে ৪৬টি লক্ষ্যবস্তুতে হামলা হয়নি। বৈদ্যুতিক চুম্বক প্রতিরোধব্যবস্থার কারণে এ সফলতা সম্ভব হয়েছে।

এই হামলায় অন্তত একজন আহত হয়েছেন এবং কিয়েভ অঞ্চলের কিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। রোববার রাতে মিকোলাইভ শহরের তাপমাত্রা মাইনাস ৭ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসার কথা ছিল।  

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জার্মানির মিউনিখ নিরাপত্তা সম্মেলনে অংশ নিয়ে পশ্চিমাদের কাছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারের জন্য সহায়তা চেয়েছেন। তিনি জানিয়েছেন, রাশিয়া ইউক্রেনের ২০ শতাংশ অঞ্চল দখল করেছে এবং পূর্বাঞ্চলে ধীরগতিতে এগিয়ে চলেছে। তথ্য: আল জাজিরা।

Read Entire Article