ইউক্রেনে দ্রুত অগ্রসর হচ্ছে রুশ বাহিনী

2 months ago 29

ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ বাহিনী দ্রুত অগ্রসর হচ্ছে। গত এক মাসে সেখানের বিশাল একটি অংশ দখলে নিয়েছে রাশিয়া। ২০২২ সালে ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। এরপর ক্রমেই ইউক্রেনে একের পর এক অঞ্চল দখলে নেয় দেশটি। যদিও এসব অঞ্চল ফিরে পেতে মরিয়া ইউক্রেন।

রাশিয়া ও ইক্রেন যুদ্ধ এরই মধ্যে বিপজ্জনক ধাপে প্রবেশ করেছে। কারণ রাশিয়ার অভ্যন্তরে হামলার ক্ষেত্রে পশ্চিমা দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমোদন পেয়েছে ইউক্রেন, যা এরই মধ্যে ব্যবহারও করা হয়েছে। অন্যদিকে এর জবাবে ইউক্রেনে অত্যাধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা শুরু করেছে রাশিয়া।

তাছাড়া পশ্চিমাদের দাবি, ইউক্রেনে রাশিয়ার পক্ষে যুদ্ধ করার জন্য হাজার হাজার সেনা পাঠিয়েছে উত্তর কোরিয়া।

রুশ গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইউক্রেনে অঞ্চল দখলের ক্ষেত্রে সাপ্তাহিক ও মাসিক লক্ষ্য নির্ধারণ করেছে রাশিয়া।

বলা হয়েছে, গত এক সপ্তাহে রুশ সেনাবাহিনী ইউক্রেনের ২৩৫ বর্গ কিলোমিটার দখল করেছেন।

তাছাড়া নভেম্বরে রাশিয়ান বাহিনী দখল করেছে ৬০০ বর্গকিলোমিটার।

সূত্র: রয়টার্স

এমএসএম

Read Entire Article