ইউক্রেনে ব্যাপক বিমান হামলা চালালো রাশিয়া, নিহত ৬

4 months ago 15

রাশিয়ার বিমানঘাঁটিতে কিয়েভের শক্তিশালী হামলার কয়েক দিনের মাথায় ইউক্রেনজুড়ে বড় ধরনের বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। শুক্রবার (৬ জুন) ভোররাতে চালানো এই হামলায় অন্তত ছয়জন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, ইউক্রেনের ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের’ জবাবে এই হামলা চালানো হয়েছে। তবে বিশ্লেষকেরা বলছেন, এটি কেবল পাল্টা প্রতিক্রিয়া নাকি আরও বড় মাত্রার হামলার সূচনা—তা এখনো স্পষ্ট নয়।

আরও পড়ুন>>

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, এই হামলায় ৪০০ ড্রোন ও ৪০টির বেশি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে রাশিয়া। ইউক্রেনীয় বিমানবাহিনীর দাবি, এর মধ্যে ৪০৬টি লক্ষ্যভ্রষ্ট করা হয়েছে।

সম্প্রতি ইউক্রেনের ‘স্পাইডারওয়েব’ অভিযান রাশিয়ার কৌশলগত ক্ষেপণাস্ত্রবাহী বিমানের এক-তৃতীয়াংশ ক্ষতিগ্রস্ত করেছে। রাশিয়া এ ঘটনায় প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছিল।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেন পুতিনকে পাল্টা হামলার অজুহাত দিয়েছে।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রিয়ি সিবিহা বলেন, রাশিয়া ধ্বংসপ্রাপ্ত বিমানগুলোর প্রতিশোধ হিসেবে আবারও বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালিয়েছে।

অন্যদিকে, ইউক্রেনও পাল্টা হামলায় দুটি রুশ বিমানঘাঁটিতে আঘাত হেনেছে।

কিয়েভসহ বিভিন্ন শহরে বাসভবন, যানবাহন ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে রাজধানীর বাসিন্দারা বলছেন, তাদের মনোবল অটুট রয়েছে। ‘এটি আমাদের ভাঙতে পারবে না,’ বলেন এক বাসিন্দা।

সূত্র: সিএনএন
কেএএ/

Read Entire Article