ইউক্রেনের বন্দরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৭
কৃষ্ণ সাগরের তীরবর্তী ইউক্রেনের গুরুত্বপূর্ণ বন্দরশহর ওডেসায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত সাতজন নিহত এবং আরও কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।
ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী ওলেক্সিয়ে কুলেবা শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক পোস্টে জানান, সন্ধ্যার পর রুশ বাহিনী ওডেসার বন্দর অবকাঠামো লক্ষ্য করে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে। হামলায় ঘটনাস্থলেই হতাহতের ঘটনা ঘটে।
ওডেসা ইউক্রেনের প্রধান বন্দরশহর, যেখানে তিনটি গুরুত্বপূর্ণ বন্দর রয়েছে। এসব বন্দর দিয়ে ইউক্রেনের শস্যসহ বিভিন্ন পণ্য বিশ্বের নানা দেশে রপ্তানি করা হয়। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকে একাধিকবার এই বন্দরনগরী লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার রুশ ক্ষেপণাস্ত্রটি ওডেসার পিভদেন্নি বন্দরে আঘাত হানে। সাম্প্রতিক সময়ে ইউক্রেনে হামলার মাত্রা বাড়িয়েছে রাশিয়া। এর আগে বৃহস্পতিবার ওডেসার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি গুরুত্বপূর্ণ সেতু ধ্বংস করা হয়। ফলে নদীবন্দর রেনি এবং মলদোভা ও রোমানিয়ার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
সূত্র: রয়টার্স
কৃষ্ণ সাগরের তীরবর্তী ইউক্রেনের গুরুত্বপূর্ণ বন্দরশহর ওডেসায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত সাতজন নিহত এবং আরও কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।
ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী ওলেক্সিয়ে কুলেবা শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক পোস্টে জানান, সন্ধ্যার পর রুশ বাহিনী ওডেসার বন্দর অবকাঠামো লক্ষ্য করে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে। হামলায় ঘটনাস্থলেই হতাহতের ঘটনা ঘটে।
ওডেসা ইউক্রেনের প্রধান বন্দরশহর, যেখানে তিনটি গুরুত্বপূর্ণ বন্দর রয়েছে। এসব বন্দর দিয়ে ইউক্রেনের শস্যসহ বিভিন্ন পণ্য বিশ্বের নানা দেশে রপ্তানি করা হয়। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকে একাধিকবার এই বন্দরনগরী লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার রুশ ক্ষেপণাস্ত্রটি ওডেসার পিভদেন্নি বন্দরে আঘাত হানে। সাম্প্রতিক সময়ে ইউক্রেনে হামলার মাত্রা বাড়িয়েছে রাশিয়া। এর আগে বৃহস্পতিবার ওডেসার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি গুরুত্বপূর্ণ সেতু ধ্বংস করা হয়। ফলে নদীবন্দর রেনি এবং মলদোভা ও রোমানিয়ার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
সূত্র: রয়টার্স