ইউক্রেনের সাবেক পার্লামেন্ট স্পিকার আন্দ্রি পারুবিকে গুলি করে হত্যা করা হয়েছে। শনিবার (৩০ আগস্ট) দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর লিভিভে এই ঘটনা ঘটে বলে সরকারি কর্মকর্তারা নিশ্চিত করেছেন। খবর বিবিসির।
এখনও যাচাই না করা একটি ভিডিও ফুটেজে দেখা যায়, কুরিয়ারকর্মীর পোশাক পরিহিত এক বন্দুকধারী সড়কে হেঁটে পারুবির দিকে এগিয়ে আসেন। এরপর কাছ থেকে গুলি চালিয়ে পারুবিকে হত্যা করেন তিনি। পরে অস্ত্র হাতে হেঁটে... বিস্তারিত