ইউজিসির আশ্বাসের পরও ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

9 hours ago 8

বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন, সেমিস্টার ফি কমানো ও স্থায়ী ক্যাম্পাস স্থাপনের দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি পালন করছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) তারা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ভবন ঘেরাও করে শহীদ শাহাবুদ্দীন রোডে অবরোধ কর্মসূচি পালন করেন। ইউজিসি তাদের দাবি পূরণে মৌখিক আশ্বাস দিলেও দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার সকালে মিরপুরে অবস্থিত মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে লং মার্চ নিয়ে আগারগাঁওয়ে ইউজিসিতে আসেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। তারা ইউজিসি ভবনের সামনে অবস্থান নেন। প্রায় দেড় ঘণ্টা অবস্থানের পর ইউজিসির কর্মকর্তারা শিক্ষার্থীদের ৭ সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে ঘণ্টাব্যাপী আলোচনা করেন।

ইউজিসি চেয়ারম্যান দেশে না থাকায় শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসেন ইউজিসি সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন। তিনি সব দাবির সঙ্গে একাত্মতা পোষণ করে আগামী ২৬ থেকে ৩০ জানুয়ারির মধ্যে বৈঠকে বসার আশ্বাস দেন। শিক্ষার্থীরা এ সিদ্ধান্তে সন্তুষ্ট না হয়ে পুনরায় আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন।

আরও পড়ুন

পরবর্তীতে ইউজিসির অতিরিক্ত পরিচালক ড. মো. মহিবুল আহসান শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং ইউজিসির অন্যান্য সদস্যদের সঙ্গে কথা বলে আগামী ২০ জানুয়ারি বিকেল ৩টায় পুনরায় বৈঠকের সিদ্ধান্ত দেন।

ইউজিসির অতিরিক্ত পরিচালক ড. মুহাম্মদ মহিবুল আহসান বলেন, বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন নিয়ে সিদ্ধান্তের বিষয়ে অগ্রগতি শিগগির শিক্ষার্থী প্রতিনিধিদের জানিয়ে দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস ২০২৬ সালের জুলাই মাসের মধ্যে সম্পন্ন করার কথা রয়েছে। এজন্য সব ধরনের পদক্ষেপ হাতে নেওয়া হয়েছে। আশা করি, দ্রুত স্থায়ী ক্যাম্পাস সংক্রান্ত সমস্যার সমাধান হবে।

এদিকে, শিক্ষার্থীরা আপাতত আন্দোলন স্থগিত করলেও ২০ জানুয়ারি পর্যন্ত সব ধরনের ক্লাস-পরীক্ষা বর্জন করে শ্রেণি কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন। তালহা হাবিব নামে এক আন্দোলনকারী শিক্ষার্থী বলেন, আমরা ২০ জানুয়ারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও ইউজিসির সঙ্গে আলোচনায় বসব। তার আগ পর্যন্ত সব ধরনের অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে।

এএএইচ/এএমএ

Read Entire Article