ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠিত

ইংরেজি নববর্ষ ২০২৬ উপলক্ষে ইউনিভার্সেল মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের উদ্যোগে কনসালটেন্টদের সঙ্গে এক শুভেচ্ছা ও মতবিনিময় সভা (ডক্টরস মিট অ্যান্ড গ্রিট) অনুষ্ঠিত হয়েছে। মহাখালীর স্কাইফল এ আয়োজিত এই অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট সম্মানিত কনসালট্যান্ট চিকিৎসকবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-এর মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্তী। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী। স্বাগত বক্তব্যে তিনি ইংরেজি নববর্ষ উপলক্ষে সকল চিকিৎসক ও সংশ্লিষ্টদের শুভেচ্ছা জানান এবং রোগীসেবার মান উন্নয়নে চিকিৎসকদের অভিজ্ঞতা, পরামর্শ ও সক্রিয় অংশগ্রহণ হাসপাতালের অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করবে বলে আশাব্যক্ত করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য প্রদান করেন হাসপাতালের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার দিলীপ কুমার পাল এবং মেডিকেল সার্ভিসেস পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব:) অধ্যাপক ডা. এ কে মাহবুবুল হক । তারা

ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠিত

ইংরেজি নববর্ষ ২০২৬ উপলক্ষে ইউনিভার্সেল মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের উদ্যোগে কনসালটেন্টদের সঙ্গে এক শুভেচ্ছা ও মতবিনিময় সভা (ডক্টরস মিট অ্যান্ড গ্রিট) অনুষ্ঠিত হয়েছে।

মহাখালীর স্কাইফল এ আয়োজিত এই অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট সম্মানিত কনসালট্যান্ট চিকিৎসকবৃন্দ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-এর মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্তী। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী। স্বাগত বক্তব্যে তিনি ইংরেজি নববর্ষ উপলক্ষে সকল চিকিৎসক ও সংশ্লিষ্টদের শুভেচ্ছা জানান এবং রোগীসেবার মান উন্নয়নে চিকিৎসকদের অভিজ্ঞতা, পরামর্শ ও সক্রিয় অংশগ্রহণ হাসপাতালের অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করবে বলে আশাব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য প্রদান করেন হাসপাতালের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার দিলীপ কুমার পাল এবং মেডিকেল সার্ভিসেস পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব:) অধ্যাপক ডা. এ কে মাহবুবুল হক । তারা হাসপাতালের সার্বিক কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সমন্বিত চিকিৎসাসেবার গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

মতবিনিময় পর্বে হাসপাতালের কনসালট্যান্টবৃন্দ ব্রিগে. জেনা. (অবঃ) ডা. এ.বি.এম সাঈদ হোসাইন, অধ্যাপক ডা. মো. ওয়াহিদুজ্জামান ভূঁইয়া, কর্ণেল ডা. নূরুন নাহার হোসেন (অবঃ), ব্রিগেডিয়ার জেনা. অধ্যাপক ডা. দেলোয়ার হোসেন (অবঃ), মেজর জেনারেল অধ্যাপক ডা. মো. শহীদুল ইসলাম, অধ্যাপক ডা. মাহ্ মুদুল হাসান, অধ্যাপক ডা. নাসির উদ্দিন আহমেদ, অধ্যাপক ডা. খন্দকার কামরুল ইসলাম, প্রফেসর ডা. মো. মনির হোসেন, অধ্যাপক ডা. রানা মোকাররম হোসেন, প্রফেসর ডা. শেখ ফিরোজ কবির, অধ্যাপক ডা. মো. জাকির হোসেন সরকার, অধ্যাপক ডা. এ বি এম মাকসুদুল আলম, অধ্যাপক ডা. এ. কে. এম. খালেকুজ্জামান (দিপু)। তাদের আলোচনায় রোগী সেবার মানোন্নয়ন, আধুনিক চিকিৎসা ব্যবস্থা এবং পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।

অংশগ্রহণকারী চিকিৎসকবৃন্দ এ ধরনের মতবিনিময় সভাকে হাসপাতালের উন্নয়ন ও চিকিৎসাসেবার মান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত প্রকাশ করেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. জয়িতা রায় এবং পলাশ সরকার। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow