ইউনিলিভার বাংলাদেশের নতুন সিইও ও ব্যবস্থাপনা পরিচালক রুহুল কুদ্দুস খান

5 hours ago 3
দেশের অন্যতম প্রধান ভোগ্যপণ্য উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল) আগামী ১ নভেম্বর ২০২৫ থেকে রুহুল কুদ্দুস খানকে প্রতিষ্ঠানটির নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দিচ্ছে। রুহুল কুদ্দুস ১৯৯৬ সালে ইউনিলিভারের কালুরঘাট কারখানায় ‘ইউনিলিভার ফিউচার লিডারস প্রোগ্রাম (UFLP)’-এর মাধ্যমে পেশাগত যাত্রা শুরু করেন। তার ২৯ বছরের কর্মজীবনে তিনি বাংলাদেশ ও ভারতে সাপ্লাই চেইন ও গবেষণা ও উন্নয়ন (R&D) বিভাগে গুরুত্বপূর্ণ নেতৃত্বমূলক দায়িত্ব পালন করেছেন। ইউনিলিভার বাংলাদেশের সাপ্লাই চেইন ডিরেক্টর এবং পরবর্তীতে হেড অব কাস্টমার এক্সপেরিয়েন্স অ্যান্ড লজিস্টিকস হিসেবে দায়িত্ব পালনের সময় তিনি প্রতিষ্ঠানটির সাপ্লাই চেইন ব্যবস্থাকে আধুনিক, দক্ষ ও ভবিষ্যৎমুখী করে গড়ে তুলতে অসামান্য ভূমিকা রাখেন। ডেটা অ্যানালিটিক্স, প্রসেস অটোমেশন এবং ডিজিটাল রূপান্তরে তার নেতৃত্বে গ্রাহককেন্দ্রিক কাজের সংস্কৃতি প্রতিষ্ঠিত হয়। একইসাথে, ইউনিলিভারের বৈশ্বিক টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনের অংশ হিসেবে, বিশেষত ‘নেট-জিরো’ লক্ষ্যে ইউবিএল-এর অগ্রগতিতে তার অবদান উল্লেখযোগ্য। রুহুল কুদ্দুস আইআইটি (ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি) থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি অর্জন করেছেন এবং তিনি বাংলাদেশে সাপ্লাই চেইন ও অপারেশনস সেক্টরে একজন শ্রদ্ধাভাজন নেতা হিসেবে স্বীকৃত। পিটিএবি (পাকিস্তান, তুরস্ক, আরব ও বাংলাদেশ) ক্লাস্টারের প্রেসিডেন্ট শাজিয়া সাইয়েদ বলেন, ‘রুহুল একটি সংগঠনকে রূপান্তর করার দক্ষতা, জটিল পরিস্থিতি দক্ষভাবে পরিচালনা এবং ব্যবসা ও পরিবেশে ইতিবাচক প্রভাব তৈরিতে অসাধারণ সাফল্যের নজির স্থাপন করেছেন। সাপ্লাই চেইন ও অপারেশনসে তার গভীর দক্ষতা এবং মানবকেন্দ্রিক নেতৃত্বের গুণাবলি তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বের জন্য প্রস্তুত করেছে। তার নেতৃত্বে ইউনিলিভার বাংলাদেশ সাধারণ মানুষের প্রতিদিনের জীবন আরও উজ্জ্বল করে তোলার যাত্রা অব্যাহত রাখবে। ইউনিলিভার বাংলাদেশ এই নতুন নেতৃত্বের মাধ্যমে একটি লক্ষ্যনির্ভর, উদ্ভাবনী ও টেকসই ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। প্রতিষ্ঠানটি মানুষ ও পরিবেশের জন্য ইতিবাচক প্রভাব সৃষ্টির লক্ষ্যে কাজ চালিয়ে যাবে।
Read Entire Article